1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফ্রিকান ফুটবল

১ ফেব্রুয়ারি ২০১২

২১শে জানুয়ারি থেকে গ্যাবন এবং এক্যুটরিয়াল গিনিতে শুরু হয়েছে আফ্রিকান কাপ অফ নেশন্স৷ চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত৷ ঘানা এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে৷ কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারে ঘানা যদি হারাতে পারে গিনিকে৷

https://p.dw.com/p/13tzw

গ্রুপ ডিতে পড়েছে ঘানা, মালি, বোট্সওয়ানা এবং গিনিয়া৷ ঘানার সঙ্গে গিনির খেলা বুধবার৷ ঘানা নিজেকে বেশ ভালভাবে তৈরি করেছে৷ মনে হচ্ছে যেন গিনির সঙ্গে ঘানার আজই ফাইনাল খেলা৷ ঘানা বটসওয়ানা এবং মালিকে হারিয়েছে৷ সংগ্রহ করেছে ৬ পয়েন্ট৷ গিনি এবং মালি দুটি দেশই পেয়েছে তিন পয়েন্ট করে৷ ঘানার পয়েন্ট সবচেয়ে বেশি৷ বটসওয়ানা কোন পয়েন্টই পায়নি৷ গ্রুপ ডি'র চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ঘানা সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে৷

আজকের খেলায় মালি যদি বটসওয়ানাকে হারায় তাহলে বটসওয়ানা বাদ পড়ে যাচ্ছে আফ্রিকান কাপ অফ নেশন্স থেকে৷ আর গিনি কী ঘানার সঙ্গে জিতবে পারবে? এই খেলা দেখা যাবে আজ গ্যাবনের স্টাদ দো ফ্রন্সভিল স্টেডিয়ামে৷ অর্থাৎ আজ রয়েছে দুটি খেলা৷ দুটি খেলাই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়৷

কোয়ার্টার ফাইনালে চারটি দেশ চলে গেছে৷ আগামী ৪ঠা ফেব্রুয়ারি জাম্বিয়ার সঙ্গে খেলবে সুদান এবং আইভরি কোস্টের মুখোমুখি হবে এক্যুটরিয়াল গিনি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক