1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার সাহায্য কর্মীকে উদ্ধার

২ জুন ২০১২

আফগানিস্তানে অপহৃত চার সাহায্য কর্মীকে উদ্ধার করেছে ন্যাটো৷ অপহৃতদের মধ্যে দু’জন বিদেশি নাগরিক ছিলেন৷ তালেবান জঙ্গিরা গতমাসে এদেরকে অপহরণ করে৷ উদ্ধারকৃতরা সবাই সুস্থ আছেন৷

https://p.dw.com/p/156ta
ছবি: AP

আফগানিস্তানের উত্তরাঞ্চল থেকে চার সাহায্য কর্মীকে উদ্ধার করেছে ন্যাটো নেতৃত্বাধীন আইসাফ বাহিনী৷ গত ২২ মে তাদেরকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা৷ শনিবার খুব ভোরে হেলিকপ্টারে করে ন্যাটো সেনারা ঘটনাস্থলে পৌঁছায়৷ এরপর সফলভাবে অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করে সাহায্য কর্মীদের৷

উদ্ধারকৃত সাহায্য কর্মীদের মধ্যে দু'জন বিদেশি৷ এরা হচ্ছেন ব্রিটিশ নাগরিক হেলেন জন্সটন এবং কেনিয়ার নাগরিক মোরাগোয়া ওইরি৷ বাকি দু'জন আফগান নাগরিক৷ উদ্ধারকৃতরা সবাই সুইস উন্নয়ন সংস্থা মেডএয়ার'এর কর্মী৷ এই অভিযান সম্পর্কে ন্যাটোর মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার ব্রেইন বাডুরা বলেন, অপহৃতদের অবস্থান নিশ্চিত হওয়ার পর রাতের আধারে সেই এলাকায় অভিযান চালায় সেনারা৷ এতে কোন আইসাফ সেনা হতাহতের ঘটনা ঘটেনি৷ অপহরণকারীদের কাছে মেশিন গান, একে-৪৭ রাইফেল এবং রকেটচালিত গ্রেনেড ছিল বলে নিশ্চিত করেছেন ব্রেইন৷

Bundeswehr Afghanistan ISAF
বাডাকশান প্রদেশে নিয়োজিত আইসাফ সেনাদের একাংশছবি: AP

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ন্যাটোর এই উদ্ধার অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি বলেছেন, ‘‘অপহৃতদের জীবন অত্যন্ত ঝুঁকির মুখে ছিল''৷ ক্যামেরন জানান, হেলেন এবং তাঁর সহকর্মীদের অবস্থা সময়ের সঙ্গে সঙ্গে শোচনীয় হয়ে উঠছিল কেননা আরো অনেক তালেবান এই বিষয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছিল৷ ফলে তাদের জীবনের ঝুঁকিও ক্রমশ বাড়ছিল৷

তিনি বলেন, এই অভিযানের সঙ্গে ব্রিটিশ সেনারা যুক্ত ছিল এবং কয়েকজন তালেবান ও অপহরণকারী নিহত হয়েছে৷ আফগানিস্তানের বাডাকশান প্রদেশের উপগভর্নর সামসুল রহমান সামস জানিয়েছেন, ন্যাটোর এই অভিযানে পাঁচ অপহরণকারী প্রাণ হারিয়েছে৷

আফগান কর্তৃপক্ষ শুরুতে জানিয়েছিল, পাহাড়ি প্রদেশ বাডাকশান থেকে পাঁচ সাহায্য কর্মীকে অপহরণ করা হয়েছে৷ কিন্তু পরবর্তীতে জানা যায়, অপহৃতদের একজন পালাতে সক্ষম হয়৷

বলাবাহুল্য, ২০০১ সাল থেকেই আফগানিস্তানের কিছু অঞ্চলে বিদেশিদের অপহরণের হার বেড়ে যায়৷ ২০১০ সালে দশ বিদেশি চিকিৎসা কর্মী, যাদের মধ্যে ছয় জন মার্কিন নাগরিক, বাডাকশান প্রদেশে বিদ্রোহীদের হামলায় প্রাণ হারায়৷ এছাড়া মুক্তিপণের আশায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিদেশিদের অপহরণের চেষ্টা করে থাকে৷

উল্লেখ্য, বাডাকশান প্রদেশের পুলিশ এর আগে জানিয়েছিল, হেলেনদের অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছে এবং তারা কার্যত একটি অপরাধী দলের সদস্য৷ কিন্তু আইসাফ এক বিবৃতিতে জানিয়েছে, অপহরণকারীরা তালেবান সদস্য৷ বিদেশি সেনারা ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান ত্যাগ করার প্রস্তুতি নেওয়ায় হিংসাত্মক কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে তালেবান৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (রয়টার্স, এএফপি)

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য