1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সাকিবের শাস্তি কমিয়ে দিন'

২৯ জুলাই ২০১৪

ঈদের দিনের বেশ বড় খবর, প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মাহির সারোয়ার মেঘ৷ বিসিবি সভাপতি নাজমুল হাসানকে সে সরাসরি বলেছে, ‘‘আপনি তো বিসিবি, আপনি কেন এখনো সাকিবকে মাফ করে দিচ্ছেন না? ওর শাস্তি কমিয়ে দিন৷''

https://p.dw.com/p/1ClvD
Cricket Bangladesch Shakib Al Hasan
ছবি: Munir uz Zaman/AFP/Getty Images

খবরটি প্রথমে জানান মেঘের মামা নওশের রোমান৷ নিজের ফেসবুক স্ট্যাটাসে রোমান লিখেছেন,

‘‘আমি আমার বাচ্চার স্মার্টনেস দেখে, সেইসঙ্গে সাকিব আল হাসানের প্রতি তার ভালবাসা এবং দায়বদ্ধতা দেখে মুগ্ধ৷ সে আজকে সাকিব আল হাসানের জন্য বিসিবি প্রেসিডেন্টের কাছে জোর আবেদন করেছে৷ আমার মাত্র আট বছর বয়সি সাঙ্কা পাখিটা তার স্ট্যান্ড বোঝে, কোথায় কি অ্যাপ্রোচ করতে হয় সেটাও বোঝে মাশাল্লাহ৷''

রোমান জানান, ‘‘ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ৩য় জন্মদিনের অনুষ্ঠানে মেঘ বোর্ড প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে আপনিতো বিসিবি ...পাপন ভাই বলে হ্যাঁ ...তখন মেঘ আমাদের সবাইকে অবাক করে বলে ওঠে, ‘‘আচ্ছা, আপনি কেন এখনও সাকিবকে মাফ করে দিচ্ছেন না? আমার রিকোয়েস্ট, ওর শাস্তি কমায় দেন৷ তখন বোর্ড প্রেসিডেন্ট তাকে বলে (মেঘ এর কাছ থেকে হঠাৎ এই কথা শুনে উনি কিছুটা অবাক হয়ে যান) তুমি বলছ!! ঠিক আছে তুমি যখন বলছ আমি ওর শাস্তি তুলে নেবো৷ মেঘ আরো বলে, অনেক তো শাস্তি হইসে, ও তো (সাকিব) অনেক ভালো, ওর শাস্তি মাফ করে দেন ও যেন খেলতে পারে৷ ও আমার সাথে দেখা করসে, ও আমার মা-বাবার এক্সিবিশনে আসছে৷ তখন পাপন ভাই বলেন, তুমি বলেছ, এখন তো আর শাস্তি রাখার প্রশ্নই আসে না,আমি ওর শাস্তি তুলে নেবো আর তুমি ওকে বলবে ও যেন তোমার সাথে সবসময় দেখা করে৷ মেঘ ওনার কাছ থেকে বিদায় নেয়ার আগে বলে, আপনি আমাকে বলেছেন আপনি সাকিবকে মাফ করে দিবেন... আমি কিন্তু পরে সাকিবকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো মাফ করেছেন কিনা৷''

Blogger Protest in Dhaka
নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনিছবি: DW

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে তাড়াতাড়ি ফিরিয়ে আনার জন্য ছোট্ট শিশু মেঘের এই আকুতি সবার মন ছুঁয়েছে৷ প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম তাই ফেসবুকে লিখেছেন,

‘‘প্রথম আলোর মাধ্যমে মেঘের আরজি জানিয়ে দিলাম সব পাঠকদের৷ মেঘের জন্য দোয়া করবেন৷'' এই দুটি বাক্যের সঙ্গে মেঘ আর বিসিবি প্রধানের কথোপকথন নিয়ে প্রথম আলোর একটি প্রতিবেদনের লিংকও দিয়েছেন রোজিনা৷দেখা যাক, ছোট্ট শিশুর কাছে করা অঙ্গীকার বিসিবি সভাপতি রক্ষা করেন কিনা৷

মঙ্গলবার সাগর-রুনি হত্যার ৯০০ তম দিবস৷ এই হত্যাকাণ্ড প্রসঙ্গে সামহয়্যারইন ব্লগের প্রথম পাতায় থাকা কাউন্টার সহ একটি ব্যানারে তথ্যটি শোভা পাচ্ছে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য