1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আন্দোলন নাকি ধরপাকড়, মামলা?’

৮ ডিসেম্বর ২০১৪

৫ই জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত রাজপথে নামতে পারে বলে সরকারের কাছে খবর আছে৷ সম্ভাব্য এ আন্দোলন মোকাবিলায় বিরোধী দলের প্রতি আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত আছে সরকারের শীর্ষ পর্যায়ে৷

https://p.dw.com/p/1E0pg
Mirza Fakhrul Islam Alamgir 10.12.2012
ফাইল ছবিছবি: Imago

বাংলাদেশের দৈনিক পত্রিকা প্রথম আলোর এই প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, আন্দোলন ঠেকাতে প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ প্রয়োজনে বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতারাও গ্রেপ্তার হতে পারেন বলে আওয়ামী লীগ ও সরকারের উচ্চপর্যায়ে কথা বলে এ তথ্য জানা গেছে৷

উচ্চপর্যায়ের এসব সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধরপাকড়ের পাশাপাশি বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং তদন্তাধীন পুরোনো মামলাগুলো সচল করা হবে৷ নতুন মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে৷

প্রথম আলো তাদের এই প্রতিবেদনটি টুইটারে শেয়ার করেছে৷

গোরা লোরকা লিখেছেন, বিএনপি অন্য রাষ্ট্রগুলোর সমর্থন পেতে ব্যর্থ৷

এ বাতেন টুইটারে দৈনিক ইংরেজি পত্রিকা নিউএজ-এর একটি সংবাদ শেয়ার করে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার মন্তব্য টুইট করেছেন৷ যেখানে খালেদা জিয়া বলেছেন, সরকারবিরোধী আন্দোলনের জন্য রাজপথে নামতে তিনি ভয় পান না৷

শতরূপা বড়ুয়া টুইটারে বিএনপির ভাবমূর্তি এবং সরকার ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ডেইলি স্টারের একটি সংবাদ শেয়ার করেছেন৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য