1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের এক অভিনব উদ্যোগ

দেবারতি গুহ২৮ ফেব্রুয়ারি ২০১৫

জার্মানির বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংস্থা আইএফএ-র ইংরেজি নাম ‘ইন্সটিটিউট ফর ফরেন কালচারাল রিলেশন্স'৷ প্রতিষ্ঠানটি তাদের আন্তঃসাংস্কৃতিক ফেলোশিপ প্রোগ্রাম-এর মাধ্যমে জার্মানি এবং মুসলিম বিশ্বের মধ্যে যোগাযোগ স্থাপনে সচেষ্ট৷

https://p.dw.com/p/1Eim4
Proma Paramita
ছবি: ifa/Pfordte

এই ফেলোশিপ বা ইন্টার্নশিপ প্রোগ্রামের লক্ষ্য ভিন্ন ভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে যোগাযোগ স্থাপন এবং তথ্যের আদানপ্রদান৷ এর জন্য আইএফএ মূলত বেছে নিয়েছে দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়াকে৷ এছাড়া অন্যান্য মুসলিম দেশ হিসেবে তারা চিহ্নিত করেছে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং আরব বিশ্বকে৷ তাদের বিশ্বাস, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে মিথস্ক্রিয়া সম্ভব৷ জার্মানির তরুণ-তরুণীরা যদি ইসলামি রাষ্ট্রগুলিতে গিয়ে বেশ কিছুটা সময় কাটান, আবার সেই সব দেশ, সেই সমস্ত সংস্কৃতির মানুষ যদি জার্মানিতে এসে এখানকার কর্মপদ্ধতি, জীবনযাপন ইত্যাদির সংস্পর্শে আসেন, একমাত্র তবেই সত্যিকার অর্থে একটা বোঝাপড়া সম্ভব৷

শুধু তাই নয়, এই ফেলোশিপের মাধ্যমে যাঁরা একটি নতুন সমাজব্যবস্থা, একটি নতুন সংস্কৃতির সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হবেন, তাঁরা দেশে ফিরে গিয়ে কাজে লাগাতে পারবেন নিজ অভিজ্ঞতা, অন্যকে দিতে পারবেন তাঁর আহরিত জ্ঞানের একটা অংশ৷ আর এভাবেই দুটি দেশের মধ্যে তৈরি হবে নতুন ‘নেটওয়ার্ক', হয়ত বা শুরু হবে আন্তঃসাংস্কৃতিক নতুন কোনো ‘কো-অপারেশন'৷

জার্মানিতে বিদেশি বা অভিবাসী জনগোষ্ঠীর ‘ইন্টিগ্রেশন' বা একাঙ্গীকরণ এবং অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা নতুন নয়৷ কিন্তু এখনও জার্মানিতে বসবাসকারী ৬০ জন তুর্কি তরুণীর কোনো পেশাগত শিক্ষা নেই৷ অন্যদিকে জার্মানিতে অভিবাসীদের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হয় – এমন কথাও শোনা যায় হামেশা৷ তাই বৈদেশিক সম্পর্ক বিষয়ক এই সংস্থাটি জার্মানি সম্পর্কে এ ধরনের নেতিবাচক ধারণাগুলি নির্মূলে এগিয়ে এসেছে, শুরু করেছে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের এই অভিনব উদ্যোগ৷

সাতটি বিষয়ে আন্তঃসাংস্কৃতিক ফেলোশিপ প্রোগ্রাম-এ অবেদন করা যাবে:

- সমাজ ও শিক্ষাব্যবস্থা
- আইনি সংলাপ, বিচার ও মানবাধিকার
- আন্তর্জাতিক সম্পর্ক ও নাগরিক সচেতনতা
- পরিবেশ
- অর্থনীতি ও উন্নয়ন সহযোগিতা
- মিডিয়া
- শিল্প ও সংস্কৃতি

বিষয় ঠিক করার পর প্রতিষ্ঠান খোঁজার পালা৷ তবে এক্ষেত্রে সাহায্য করে থাকে আইএফএ৷ জার্মানি থেকে কেউ যদি বাংলাদেশে গিয়ে সেখানকার সমাজ ও শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করতে চান, তাহলে বাংলাদেশে শিক্ষা বিষয়ক এমন একটি সংগঠনকে খুঁজে বের করা হবে, যেটি জার্মানির সহযোগী সংস্থা৷ অন্যদিকে বাংলাদেশ থেকে কেউ জার্মানিতে পরিবেশ নিয়ে প্রশিক্ষণ নিতে আসতে চাইলে, তাঁকেও জার্মানির কোনো পরিবেশ বা উন্নয়ন সংস্থা খুঁজে দেবে আইএফএ৷

Proma Paramita
প্রমার সঙ্গে তাঁর সহকর্মীরা...ছবি: ifa/Pfordte

ঠিক যেমনটা হয়েছে প্রমা পারমিতার ক্ষেত্রে৷ এ বছরের আন্তঃসাংস্কৃতিক ফেলোশিপ প্রোগ্রাম-এর অংশ নিতে বাংলাদেশ থেকে এসেছেন তিনি৷ তিনিই প্রথম বাংলাদেশি যিনি এই ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় জার্মানিতে এসেছেন৷ প্রমার বিষয় ‘অর্থনীতি ও উন্নয়ন সহযোগিতা'৷ বাংলাদেশে উন্নয়ন বিষয়ক একটি ‘কনসালটেন্সি ফার্মে' কাজ করেন তিনি৷ আর জার্মানিতে ‘ওয়ান ওয়ার্ল্ড নেটওয়ার্ক' নামের একটি উন্নয়ন সংস্থায় প্রশিক্ষণ নিচ্ছেন প্রমা পারমিতা, প্রতি মুহূর্তে জার্মান সমাজ, এখানকার জীবনচর্চার সঙ্গে যেন একটু একটু একটা সম্পর্ক গড়ে উঠছে তাঁর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য