1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল ভক্তদের দিকে নজর

মিশায়েল ক্ণিগে / এআই১ সেপ্টেম্বর ২০১৪

খেলার সরঞ্জাম উৎপাদনকারী ব্র্যান্ড আডিডাসের তৈরি জার্সি নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে৷ জার্মান জাতীয় দলের জার্সিতে, যা সাধারণ মানুষও কিনতে পারে, বিশেষ আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হয়েছে৷ এই ট্যাগ দিয়ে নজরদারি সম্ভব৷

https://p.dw.com/p/1D41U
Deutschland Trikot adidas Vier Sterne Verkauf FIFA WM
ছবি: picture-alliance/dpa

বিশ্বকাপ জয়ের পর জার্মান জাতীয় দলের জার্সির চাহিদা আরো বেড়েছে৷ এই কথা মাথায় রেখে দ্রুতই ‘চার তারকাবাহী' জার্সি বাজারে ছাড়ে আডিডাস৷ সবমিলিয়ে চলতি বছর জার্মান দলের দুই মিলিয়নের বেশি জার্সি বিক্রি করেছে আডিডাস৷

বিপত্তি ঘটেছে অন্যত্র৷ এসব জার্সিতে রয়েছে ‘রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন' বা আরএফআইডি চিপ৷ এই চিপ ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে তথ্য সরবরাহে সক্ষম৷ সাধারণত লজিস্টিক সেবাদাতারা তাদের কাজে এধরনের ট্যাগ ব্যবহার করে৷

চলতি বছরের শুরুতে জার্মান ইন্টারনেট ফ্রিডম গ্রুপ ‘ডিজিটালকারেজ' জানায়, আডিডাস জার্মান জাতীয় দলের জার্সিতে আরএফআইডি চিপ ব্যবহার করছে৷ এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়৷ পরবর্তীতে আডিডাস এক বিবৃতিতে জানায়, লজিস্টিক প্রকল্পের অংশ হিসেবে প্রথমবারের মতো আরএফআইডি চিপ ব্যবহার করছে প্রতিষ্ঠানটি৷ তবে শুধুমাত্র ‘রিড-অনলি' এই চিপ তেমন বিশেষ কোনো তথ্য বহন করছে না বলেও জানিয়েছে আডিডাস৷ আর ক্রেতা চাইলে সেটি কেটে ফেলেও দিতে পারেন৷

এই বিবৃতিতে অবশ্য বিতর্ক কমেনি৷ বিশেষ করে ক্রেতাকে ভালোভাবে না জানিয়ে এভাবে ট্যাগ ব্যবহারকে নৈতিক মনে করছেন না অনেকে৷ জার্মানির স্লেশভিস হোলস্টাইন রাজ্যের তথ্য সুরক্ষা বিষয়ক কমিশনার থিও ভাইচার্ট এই বিষয়ে জানান, আরএফআইডি রিডার ব্যবহার করে খুব সহজেই একটি সুনির্দিষ্ট কাপড় শনাক্ত করা সম্ভব৷ আর সেই তথ্যের সঙ্গে ক্রেতার তথ্য জুড়ে দিয়ে একজন ব্যক্তির প্রোফাইলও তৈরি করা যেতে পারে৷

ভাইচার্ট বলেন, ‘‘আমি বলছি না আডিডাস বা অন্য কেউ এভাবে তথ্য সংগ্রহ করছে৷ তবে এই ফিচার সম্পর্কে ক্রেতাকে ভালোভাবে জানাতে হবে৷ শনাক্তকরণের এই ট্যাগ কিভাবে নষ্ট করা যায় সেটাও ক্রেতাকে অবগত করতে হবে৷''

উল্লেখ্য, আরএফআইডি ট্যাগ ব্যবহার সম্পর্কে আরো তথ্য জানতে ডয়চে ভেলের পক্ষ থেকে আডিডাস এবং জার্মান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হয়৷ তারা উভয়েই উপরে উল্লেখিত বিবৃতিটি ডয়চে ভেলেকে পাঠিয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য