1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্বেষণ – আমাদের টেলিভিশন অনুষ্ঠান

ডয়চে ভেলের নতুন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান এবার বাংলাতেও প্রচার হচ্ছে৷ ‘অন্বেষণ’ নামের এই অনুষ্ঠানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ এবং সেই সঙ্গে লাইফস্টাইল সংক্রান্ত বিভিন্ন তথ্য৷

https://p.dw.com/p/DQDH
DW Bengali starts Onneshon Text: The Bengali team of DW has started producing a weekly 22 minutes Video-Magazin 'Onneshon' for Ekushey TV, Bangladesh. The first episode will be aired on April 13, 2013.
ছবি: DW

অন্বেষণ অনুষ্ঠানটি আমাদের ওয়েবসাইটে সরাসরি দেখা যাচ্ছে৷ ঠিকানা: www.dw.de/bengali ৷ ডিডাব্লিউ-এর অনলাইন সহযোগীরাও এটি প্রচার করছে৷ বাংলাদেশে একুশে টিভিতে প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এবং রবিবার রাত দেড়টা ও বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার হচ্ছে৷

বন শহরে অবস্থিত ডয়চে ভেলের মূল কার্যালয় থেকে বাংলা বিভাগের কর্মীরা ‘অন্বেষণ’ অনুষ্ঠানটি তৈরি করছেন৷ এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির সব দিক তুলে ধরা হচ্ছে, বিশেষ করে জার্মানি তথা ইউরোপে বিভিন্ন বিকাশের দৃষ্টিকোণ থেকে৷

উল্লেখ্য, ডয়চে ভেলের এই অনুষ্ঠানটি শুধু জার্মানি কি ইউরোপের গবেষণাই নয়, বাংলাদেশ তথা এশিয়ার অন্যান্য দেশ, এমনকি সারা বিশ্বের গবেষণা থেকে বিষয় খুঁজে নিচ্ছে ‘অন্বেষণ’, যা উপমহাদেশের দর্শকদের কাছে অভিনব এক পরিবেশনা হিসেবে বিবেচিত হচ্ছে৷ এছাড়া অনুষ্ঠানের সঞ্চালক জার্মানি ও ইউরোপের দৈনন্দিন জীবনের নানা ছোটখাটো আলেখ্য বিষয় তুলে ধরছেন, যার মাধ্যমে স্বদেশ ও বিদেশের অনেক চমকপ্রদ ফারাক স্পষ্ট হয়ে উঠবে৷