অন্বেষণ কুইজের বিজয়ী হলেন... | পাঠক ভাবনা | DW | 15.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজের বিজয়ী হলেন...

গত সপ্তাহের প্রশ্ন ছিল, প্রস্পার হানিয়েল কয়লা খনিটি কবে নাগাদ বন্ধ হবে? সঠিক উত্তর ২০১৮ সাল নাগাদ৷ এতে উত্তর দিয়েছেন মোট ৪৫২ জন৷ উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷

এবারের বিজয়ী হয়েছেন ফারজানা দিপ্তি৷ ফারজানা দিপ্তি, আপনাকে অভিনন্দন৷ আপনার কাছে বিশেষ অনুরোধ পুরস্কার পাঠানোর সুবিধার্থে আপনার ঠিকানাটি আমাদের ফেসবুকে মেসেজ বক্স বা ই-মেলে পাঠিয়ে দিন৷ যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

বন্ধুদের সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবংওয়েবসাইটের কথা৷ উল্লেখ্য, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় অন্বেষণ আর ইংরেজিতে লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

এবার মতামত
ডয়চে ভেলের ছবি ঘরে রহস্যময় উত্তর কোরিয়া শীর্ষক পড়লাম৷ জানতে পারলাম এশিয়ার দেশ হয়েও উত্তর কোরিয়া আমাদের বাংলাদেশ থেকে অনেক উন্নত৷ সেখানে নিয়ম-নীতি অছে৷ বিচ্ছন্ন হলেও পরিছন্ন দেশ উত্তর কোরিয়া৷ ছবিঘরের জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ এভাবেই তাঁর মতামত জানিয়েন ডা. অসিত কুমার দাশ মিন্টু, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন