1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিকল্প নোবেল পুরস্কার দোয়া হল স্টকহোমে

৬ ডিসেম্বর ২০১০

সুইডেনে আয়োজিত এক অনুষ্ঠানে আজ ৩১তম ‘রাইট লাইভলিহুড পুরস্কার ২০১০’ তুলে দেয়া হল চার প্রাপকদের হাতে৷ পুরস্কৃতদের মধ্যে রয়েছে নেপালের তৃণমূল সংগঠন সাপ্রোস এবং ইসারেলের ‘ফিজিসিয়ান্স ফর হিউম্যান রাইটস’ প্রতিষ্ঠানটি৷

https://p.dw.com/p/QQmi
রাইট লাইভলিহুড পুরস্কারের লোগোছবি: The right Livelihood Award

আর যাঁরা পুরস্কৃত হয়েছেন তাঁরা হলেন নাইজিরিয়ার পরিবেশবাদী কর্মী এননিম্মো বেসি এবং অস্ট্রিয়ান বংশোদ্ভূত ব্রাজিলের ক্যাথলিক বিশপ এরভিন ক্রয়েটলার, যিনি কিনা আদিবাসি মানুষদের অধিকার ও অ্যামাজনের অরণ্য রক্ষায় কাজ করে যাচ্ছেন৷

কে কোন দেশের মানুষ সেটা বড় কথা নয়৷ চিকিৎসকদের কাছে মানুষকে স্বাস্থ্যসেবা দেয়াই মুখ্য বিষয়৷ এই মন্ত্রে দীক্ষিত হয়ে ‘ফিজিসিয়ান্স ফর হিউম্যান রাইটস-ইসরাইল' প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা দিয়ে আসছে৷ আর তারই স্বীকৃতি হিসেবে ইসরায়েলি এবং ফিলিস্তিনি চিকিৎসকদের এই প্রতিষ্ঠানটি পেল বিকল্প পুরস্কার বলে পরিচিত ‘রাইট লাইভলিহুড পুরস্কার ২০১০'৷ রোগীরা কোন দেশের, তাদের জাতীয়তা কী কিংবা তারা কোন মতাদর্শে বিশ্বাসী তা বিবেচনা না করে ইসরাইল এবং অধিকৃত ফিলিস্তিনের এলাকাগুলোর মানুষ যাতে একই ধরণের স্বাস্থ্যসেবা পান তার প্রচেষ্টা চালিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি৷

ডাক্তার রুচামা মার্টন ১৯৮৮ সালে ইসরায়েল এবং প্যালেস্টাইনের চিকিৎসকদের নিয়ে প্রতিষ্ঠা করেন ‘ফিজিসিয়ান্স ফর হিউম্যান রাইটস-ইসরাইল'৷ ‘‘মানবাধিকার, সামাজিক সুবিচার এবং চিকিৎসা নীতি অনুযায়ী প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে'' এই প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি৷

মূলত সুবিধা বঞ্চিত মানুষদের চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতেই কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি৷ ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি এলাকার মানুষদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে সংগঠন৷ এছাড়া স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নারীদের সচেতন করতেও কাজ করে তাদের ক্লিনিক৷ আটক লোকজন এবং বন্দিদের অমানবিক নির্যাতনের বিরুদ্ধে তাঁদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা নিয়ে কাজ করে আরেকটি বিভাগ৷ স্বাস্থ্যসেবা পাওয়া অভিবাসীদের সামাজিক অধিকার এই বিশ্বাস নিয়ে চিকিৎসাসেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটির অভিবাসী বিভাগ৷ রয়েছে ইসরায়েলি, ফিলিস্তিনি এবং ইসরায়েলে বসবাসকারী বেদুইনদের স্বাস্থ্যসেবার জন্য আলাদা আলাদা বিভাগ৷

২০০৯ সাল পর্যন্ত এর সদস্যসংখ্যা ছিলো একহাজার৷ ২০০৯ সালের জানুয়ারি থেকে জুলাই মাসে এই প্রতিষ্ঠানের ক্লিনিক হতে বিভিন্ন জাতিগোষ্ঠীর ১৬ হাজার ৫শ ৯৯ জন রোগী সরাসরি চিকিৎসা সেবা পেয়েছেন৷ আর ২০১০ সালের জানুয়ারি থেকে জুন মাসে এই প্রতিষ্ঠানের ক্লিনিক ৫ হাজার ৬শ'২০ জন ফিলিস্তিনিকে স্বাস্থ্যসেবা দিয়েছে৷ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন‘ এর সদস্য৷

নাইজিরিয়ার পরিবেশবাদী সংগ্রামী এননিম্মো বেসি ‘ফ্রেন্ডস অফ দ্য আর্থ' সংগঠনের প্রধান৷ আর সাপ্রোস হচ্ছে নেপালের দরিদ্র উৎপাদকদের সাহায্যে নিয়োজিত তৃণমূল সংগঠন৷

১৯৮০ সালে সুইডিশ-জার্মান মানবপ্রেমী ইয়াকব ফন উয়েক্সকুল রাইট লাইভলি অ্যাওয়ার্ড চালু করেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক