1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসুস্থ হয়ে হাসপাতালে আবদুর রহমান বয়াতী

১৮ আগস্ট ২০১০

‘একটি চাবি মাইরা, দিল ছাইড়া, জনম ভরে চলিতেছে; মন আমার দেহঘড়ি, সন্ধান করি, কোন মেস্তুরী বানাইয়াছে’– কোন কোন গান মানুষকে সারাজীবনের জন্য বানিয়ে রাখে শ্রেষ্ঠ৷ মানুষের মনের মধ্যে তার নাম লেখা হয়ে থাকে৷

https://p.dw.com/p/OqAj
মানুষের জন্য আব্দুর রহমান বয়াতীর গানছবি: AP

বলছিলাম বাংলাদেশের বাউল গানের জীবন্ত কিংবদন্তি প্রবীণ কণ্ঠশিল্পী আবদুর রহমান বয়াতীর কথা৷

১৯৩৯ সালে ঢাকার জন্মগ্রহণ করা আবদুর রহমান বয়াতী একাধারে অসংখ্য জনপ্রিয় লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক৷ তাঁর গানের মাধ্যমে সব সময়ই মাটি ও মানুষের কথা উঠে এসেছে৷ গান গেয়ে এক সময় দেশ-বিদেশও মাতিয়েছেন আবদুর রহমান বয়াতী৷ অনেকেরই হয়তো জানেন না যে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র- এর আমন্ত্রণে হোয়াইট হাউসের এক জমকালো অনুষ্ঠানেও গান পরিবেশন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি৷

কিন্তু সেই আবদুর রহমান বয়াতী এখন একদমই ভাল নেই৷ গুরুতর অসুস্থ অবস্থায় পুরান ঢাকার দয়াগঞ্জের জাহাঙ্গীরনগর হাসপাতালে ভর্তি রয়েছেন৷ বুকে ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত এই প্রখ্যাত শিল্পীকে হাসপাতালের চিকিৎসকরা বেশ কিছু শারীরিক পরীক্ষার পরামর্শ দিলেও অর্থাভাবে শিল্পীর পরিবার সেগুলো করাতে পারছেন না৷ গত ১৪ আগস্ট শনিবার সকালে এই বাউলশিল্পী বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷

আবদুর রহমান বয়াতীর ছেলে মোহাম্মদ আলম তাঁর বাবার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছেন, 'বাবা আগের চেয়ে এখন একটু ভালো আছেন৷ গত সোমবার সকালে তাঁর নাক থেকে অক্সিজেনের নলটি খুলে নেয়া হয়েছে৷ বাবাকে ওষুধ খাওয়াতে বলেছেন চিকিৎসকরা৷ কিন্তু তিনি সেটা খেতে চাইছেন না৷ অসম্ভব অভিমান করছেন৷' তিনি আরো জানিয়েছেন, ' এই সময়ে তাঁকে এমআর, ইসিজি, রক্তের বেশ কয়েক ধরনের পরীক্ষাসহ আরো কিছু প্যাথলজিক্যাল পরীক্ষার কথা বলা হয়েছে৷ এই সবগুলো টেস্ট করতে প্রায় ত্রিশ হাজার টাকা প্রয়োজন৷ কিন্তু সে টাকা যোগাড় করতে আবদুর রহমান বয়াতীর পরিবারের হিমশিম খেতে হচ্ছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন