1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের: আলী মাহমেদ

২২ জুন ২০১০

ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ পুরস্কার জিতেছেন আলী মাহমেদ শুভ৷ এটা কোন নতুন খবর নয়, কিন্তু সেই পুরস্কারটি মঙ্গলবার তিনি গ্রহণ করলেন গ্লোবাল মিডিয়া ফোরাম থেকে৷

https://p.dw.com/p/O0N8
গ্লোবাল মিডিয়া ফোরামে আলী মাহমেদছবি: DW/K.Danetzki

জার্মানির বন শহরে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে তাঁর সঙ্গী ছিলেন বিশ্বের বেশ কয়েকটি দেশের শতাধিক ব্লগার৷

পুরস্কার নিতে আলী মাহমেদ মঞ্চে ওঠেন কালো ফতুয়া পরে, ফতুয়ার বুকে বাংলা অক্ষর৷ সমগ্র বাংলাভাষী ব্লগারদের এই প্রতিনিধি মঞ্চে সগর্বে বলেন, জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের, জয় হোক বাঙালির৷

এসময় আবেগ আপ্লুত শুভ ধন্যবাদ জানান এই ব্লগ প্রতিযোগিতার আয়োজকদের৷ সেই সঙ্গে জানান, তার লেখনী কোন বাধা মানতে রাজি নয়৷ রাজি নয় নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে৷

মিডিয়া ফোরামে বাংলা ব্লগারদের প্রতিনিধি শুভ আশা প্রকাশ করে বলেন, আজকে আমি যেখানে আছি, আগামীতে, আগামীকাল বা আগামী বছর যখন এই প্রতিযোগিতা হবে সেখানে আমি আরেকজনকে দেখতে চাই৷ আমার চেয়ে আরো প্রকটভাবে দেখতে চাই৷

Flash-Galerie Screenshot ali-mahmed.com
ছবি: ali-mahmed.com

ডয়চে ভেলেকে শুভ বলেন, আমি বাংলা ভাষাতে যে ক্ষুদ্র আরেকটি বিন্দু যোগ করতে পারলাম, সেটাই সবচেয়ে আনন্দের৷ উচ্ছ্বসিত শুভ'র মন্তব্য, এমন দিনে মরে গেলেও কোন দুঃখ থাকবে না৷

ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলা ভাষা যোগ করা হয়৷ এই প্রতিযোগিতায় আলাদা আলাদাভাবে জুরি এবং ব্লগারদের ভোটে বিজয়ী হন আলী মাহমেদ শুভ৷

মঙ্গলবার গ্লোবাল মিডিয়া ফোরামে এক বিশেষ অনুষ্ঠানে শুভসহ ১১টি ভাষার এবং আরো কয়েকটি ক্যাটেগরির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়৷ এসময় আরো অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান, প্রতিযোগিতার বাংলা অংশের জুরি সৈয়দা গুলশান ফেরদৌস জানা এবং ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান আব্দুল্লাহ আল-ফারূক৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন