1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক, টুইটারে স্পর্শকাতর সাইবার হামলা বাড়বে: ম্যাকাফি

২০ জানুয়ারি ২০১০

ফেসবুক এবং অন্যান্য নেটওয়ার্কে ‘তৃতীয়পক্ষ সেবা’র রমরমাই সাইবার অপরাধীদের জন্য আদর্শ আশ্রয় হতে পারে৷ অনেকে বন্ধুকে বিশ্বাস করে বন্ধুর পাঠানো এমন সব লিঙ্ক-এ ক্লিক করবে যা অন্য সময়ে তারা সতর্কভাবে এড়িয়ে চলতো৷

https://p.dw.com/p/Lb85
সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেসবুক এবং টুইটার ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপীছবি: AP / DW Fotomontage

২০১০ সালে ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলোতে হ্যাকারদের স্পর্শকাতর সাইবার হামলা ক্রমশ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়েব নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি ল্যাব৷ তবে, এসময়ে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতাও বাড়বে বলে আশা করছে তারা৷

ম্যাকাফি জানায়, ‘‘ফেসবুক এবং অন্যান্য নেটওয়ার্কে ‘তৃতীয়পক্ষ সেবা'র রমরমাই সাইবার অপরাধীদের জন্য আদর্শ আশ্রয় হতে পারে৷ অনেকে বন্ধুকে বিশ্বাস করে বন্ধুর পাঠানো এমন সব লিঙ্ক-এ ক্লিক করবে যা অন্য সময়ে তারা সতর্কভাবে এড়িয়ে চলতো৷''

এ বছরের সাইবার হুমকির পূর্বাভাষ সংক্রান্ত প্রতিবেদনে ম্যাকাফি ব্যাংকিং খাতের নিরাপত্তা ব্যাহত হওয়া এবং ভাইরাস আক্রান্ত কম্পিউটারের ‘বুটনেট' ব্যবহারের মাধ্যমে ‘ম্যালিশাস সফটওয়্যার' বা ‘ম্যালওয়্যার' ছড়িয়ে পড়ারও আশঙ্কা করছে৷

Werbeoffensive im Web 2.0 facebook Deutschland Internet Werbung Datenschutz
এসব নেটওয়ার্কের মাধ্যমেই কম্পিউটার হতে পারে সাইবার হামলার শিকারছবি: AP

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান্তা ক্লারা ভিত্তিক এ ওয়েব নিরাপত্তা প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘‘সুনির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্পোরেশন এবং সরকারি সংস্থাকে লক্ষ্য করে হামলার ক্ষেত্রে ই-মেইল ক্রমশই আরও জনপ্রিয় হচ্ছে৷''

তারা জানায়, ‘‘কয়েক বছর আগে ই-মেইলের মাধ্যমে এমন হামলা খুবে বেশি দেখা না গেলেও এখন সাধারণ সাইবার অপরাধ এবং গুপ্তচরবৃত্তির মতো উভয়ক্ষেত্রেই এ ধরণের বহু সফল হামলার খবর পাওয়া যাচ্ছে৷ এসব ক্ষেত্রে ই-মেইলে পাঠানো ‘অ্যাটাচমেন্ট ফাইল' বা ‘ওয়েব লিঙ্ক'টাই মূলত হামলার হাতিয়ার হিসেবে কাজ করে৷''

ম্যাকাফি বলেছে, ‘‘পরিস্থিতি যাই হোক, ২০১০ সালে আমরা সাইবার অপরাধ মোকাবিলায় আইনপ্রয়োগকারী সংস্থার আরও বেশি কার্যকরিতা আশা করছি৷''

এছাড়া, আগামী বছরে এডোব'এর পণ্যগুলো এবং গুগল তার ‘গুগলক্রোম কম্পিউটার অপারেটিং সিস্টেম' বাজারে ছাড়লে সেটা ‘ম্যালওয়্যার' এর মাধ্যমে হামলার বড় ক্ষেত্র হয়ে উঠতে পারে বলেও ধারণা করছে ম্যাকাফি৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক