1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জট খুলে গেল বঙ্গবন্ধু হত্যা মামলার

২৪ আগস্ট ২০০৯

আগামী ৫ই অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আপিল শুনানি শুরু হচ্ছে৷ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোজাম্মেল হোসেন সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তারিখ নির্ধারণ করেন৷

https://p.dw.com/p/JHOq
ছবি: picture-alliance / dpa

সোমবার সকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তারিখ নির্ধারণের আবেদন করেন৷ প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন এ বিষয়ে চেম্বার আদালতে আবেদনের পরামর্শ দেন৷ পরে দুপুরের দিকে চেম্বার আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে তারিখ নির্ধারণ করেন৷

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা নিয়ে বিভিন্ন সময়েই ষড়যন্ত্র হয়েছে৷ তাই বিচার নিশ্চিত করার স্বার্থে এব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে৷

১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়৷ হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ২০ জনকে আসামি করে মামলা হয়৷ ১৯৯৮ সালের ৮ই নভেম্বর বিশেষ আদালতে মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদন্ড দেয়া হয়৷ পরে রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদন্ড বহাল রাখেন৷ বিচারক সংকটের কারণে মামলার আপিল শুনানি দীর্ঘদিন ধরে ঝুলেছিল৷ রাষ্ট্রপতি আপিল বিভাগে আরো ৪ বিচারপতি নিয়োগ দিলে এ মামলার দ্রুত নিষ্পত্তির পথ তরান্বিত হয়৷

খালেদা জিয়ার জামিন

হাইকোর্টের বিচারপতি আব্দুর রাজ্জাক ও বিচারপতি আব্দুল ওয়াহাব মিযার আদালত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্যাটকো দুর্নীতির মামলায় এক বছরের জামিন দিয়েছেন৷ আদালতে তার জামিনের আবেদন জানান, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন৷ তত্ত্বাবধায়ক সরকারের সময় এই মামলাটি দায়ের করা হয়েছিল৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক