1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিনাক রঞ্জনের বক্তব্য কুটনৈতিক শিষ্টাচার বহির্ভূত: দীপুমনি

২ জুলাই ২০০৯

বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের নিয়ে ভারতীয় হাইকমিশনারের মন্তব্য শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করলেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপুমনি৷

https://p.dw.com/p/IfHF
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপুমনিছবি: DW

বুধবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি বলেন, কোন দেশের কুটনীতিকের বিচার বিশ্লেষণ বহির্ভূত আকস্মিক মন্তব্যে পররাষ্ট্র মন্ত্রীর তাৎক্ষণিক প্রতিবাদ করা শোভনীয় নয়৷ পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, সংসদীয় কমিটির দেয়া চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই টিপাইমুখ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার৷

গত একুশে জুন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা সংক্রান্ত এক অনুষ্ঠানে টিপাইমুখ বাঁধ নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের ‘সো কলড ওয়াটার স্পেশালিস্ট' হিসেবে অভিহিত করেছিলেন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী৷ পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে বিদেশী কুটনীতিকের দেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন বক্তব্যের প্রতিবাদ না করায় জোর সমালোচনার মুখে পড়েন তিনি৷ বিএনপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পিনাক রঞ্জনকে দেশে ফিরিয়ে নেয়ার দাবি ওঠে৷ আর পররাষ্ট্র মন্ত্রী এখন নিজেই মন্তব্য করলেন ভারতীয় হাইকমিশনারের বক্তব্য কুটনীতিক শিষ্টাচার বহির্ভূত ছিল৷ তিনি বলেন, হাইকমিশনারদের কথা বলা উচিত বিচার বিশ্লেষণ করে৷

সংসদীয় কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সেটা সংসদীয় কমিটিই সিদ্ধান্ত দেবে৷ প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে বিএনপির বিশেষজ্ঞ কমিটির টিপাইমুখ পরিদর্শনে যাবতীয় সহায়তা দিবে পররাষ্ট্র মন্ত্রণালয়৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন , ঢাকা; সম্পাদনা: দেবারতি গুহ