1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন দিনে ১০ লাখ আইফোন বিক্রি

২৩ জুন ২০০৯

অসুস্থ অ্যাপল প্রধান স্টিভ জবস সোমবার অফিস করেছেন বলে খবর মিলেছে৷ এদিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নতুন আইফোন মাত্র তিন দিনে ১০ লাখেরও বেশি বিক্রি হয়েছে৷

https://p.dw.com/p/IXk0
ছবি: AP

আইফোন বিক্রির খবরে অ্যাপলের শেয়ারের দাম দেড় শতাংশ বেড়ে যায়৷ মাত্র আটটি দেশে তিনদিনেই এতো ফোন বিক্রিকে বড় ব্যাপার বলে মানছেন বিশ্লেষকরা৷ এর আগের আইফোনও সপ্তাহান্তে মিলিয়ন মোবাইল বিক্রির রেকর্ড করেছিল৷ তখন অবশ্য ২১ টি দেশে একযোগে বিক্রি হয়েছিল৷

এদিকে, অ্যাপল প্রধান স্টিভ জবস গত জানুয়ারি থেকে চিকিৎসা ছুটিতে আছেন৷ অগ্ন্যাশয়ের ক্যান্সার আক্রান্ত অ্যাপল প্রধান জুন মাসের শেষ নাগাদ কাজে যোগ দিতে পারেন এমন গুঞ্জনের মধ্যে সোমবার তাকে প্রধান কার্যালয় থেকে বেরিয়ে আসতে দেখেছেন বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রতিবেদক৷ পরিচিত পোষাকেই আরেকজনের সঙ্গে কথা বলতে বলতে কালো একটি গাড়িতে উঠে পড়তে দেখা যায় তাকে৷

Jahresrückblick 2007 Januar Apple iPhone
অ্যাপল প্রধান স্টিভ জবস গত জানুয়ারি থেকে চিকিৎসা ছুটিতে আছেনছবি: AP

সপ্তাহান্তে ওয়াল স্ট্রিট জার্নাল এক খবরে জানায়, মাস দুয়েক আগে জবসের যকৃত প্রতিস্থাপন করা হয়েছে৷ এখবরের পর থেকে তিনি সুস্থ হয়ে শিগগির কাজে যোগ দিচ্ছেন বলে খবর রটে যায়৷

সোমবার জবসকে উদ্ধৃত করে অ্যাপলের এক সংবাদ বিবৃতির কারণে বিনিয়োগকারীদের এই বিশ্বাস আরো পোক্ত হয়েছে যে, ৫৪ বছর বয়সী অ্যাপল সিইও ফিরছেন অচিরেই৷ বিশ্লষকরাও মনে করছেন সেরকমটাই৷

তবে আনুষ্ঠানিকভাবে অ্যাপল কিছু না জানানোয় জবসের স্বাস্থ্য নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে৷

সংবাদ বিবৃতিতে অ্যাপল জানায়, বাজার বিশ্লেষকদের অনুমান ছাড়িয়ে গিয়ে ছাড়ার মাত্র তিন দিনের মধ্যে তাদের সর্বশেষ আইফোন ১০ লাখেরও বেশি বিক্রি হয়েছে৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য