1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিপাইমুখ বাঁধ নির্মান বন্ধে রাজপথে নামবে বিএনপি

১৩ জুন ২০০৯

ভারতের টিপাইমুখ বাঁধ নির্মান বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবে বিএনপি৷ বিএনপি নেতারা শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান সরকার দেশের সব ধরণের পানি সমস্যার জন্য দায়ী৷ তারা ক্ষমতায় বসেছে ভারতের স্বার্থ রক্ষার জন্য৷

https://p.dw.com/p/I8rP
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

২০০৭ সালের বহুল আলোচিত ওয়ান ইলেভেনের পর খোন্দকার দেলোয়ার হোসেন এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ ছিলেন দুই মেরুর বাসিন্দা৷ হাফিজউদ্দিন বিএনপির সংস্কারপন্থীদের মহাসচিব হয়েছিলেন আর খোন্দকার দেলোয়ার খালেদাপন্থীদের৷ কিন্তু পরিবর্তিত অবস্থায় হাফিজউদ্দিন বিএনপির মূল ধারায় ফিরে এখন বিএনপির ভাইস প্রেসিডেন্ট৷ ওয়ান ইলেভেনের পর এই দুই নেতা আবার একসঙ্গে বসেছিলেন জাতীয় প্রেসক্লাবে ভারতের টিপাইমুখ বাঁধ নিয়ে বিএনপির অবস্থান ব্যাখা করার সংবাদ সম্মেলনে৷ সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন বলেন, টিপাইমুখ বাঁধের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে৷ মরুভূমি হয়ে যাবে দেশের একাংশ৷

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দেশের সব ধরণের পানি সমস্যার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন৷ তিনি বলেন, টিপাইমুখ বাঁধ নির্মান বন্ধে সরকার ব্যবস্থা না নিলে বুঝতে হবে তারা জনগণের জন্য নয় ভারতের স্বার্থ রক্ষার জন্য ক্ষমতায় বসেছে৷ টিপাইমুখ বাধ নির্মান বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে নামবে বলে জানান তিনি৷

সংবাদ সম্মেলন হাফিজউদ্দিন ছিলেন বেশ উৎফুল্ল, অন্যদিকে খোন্দকার দেলোয়ার ছিলেন বেশ ম্লান৷ তাদের দুইজনের মধ্যে আবার ঐক্য প্রতিষ্ঠা হতে যাচ্ছে কিনা এ প্রশ্ন করা হলে উভয়েই এর জবাব এড়িয়ে যান৷

প্রতিবেদক: হারুন উর রশিদ স্বপন, ঢাকা, সম্পাদনা: রিয়াজুল ইসলাম