1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জবসকে ছাড়াই অ্যাপলের নতুন আইফোন

৯ জুন ২০০৯

অ্যাপল তার নতুন আইফোন বাজারে ছাড়ার ঘোষণা করল৷ আইফোন এবার রূপ নেবে ভিডিও ক্যামেরায়, ইন্টারনেট ব্রাউজিংয়ে আনবে নতুন গতি আর নতুন অপারেটিং সিস্টেমের কথা না হয় নাই বললাম৷ নতুন আগন্তুক বাজারে আসবে ১৯ জুন৷

https://p.dw.com/p/I6G4
নতুন আইফোনের গল্প শোনালেন ফিল শিলারছবি: AP

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে অ্যাপলের মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার শোনালেন নতুন আইফোনের গল্প৷ আইফোনের বর্তমান মডেলগুলোকে বলা হয় আইফোন থ্রিজি৷ কিন্তু নতুন আগন্তুকের নাম নাকি আইফোন থ্রিজিএস৷ স্বভাবতই প্রশ্ন, ‘‘এস'' আবার কেন? শিলার এর কথায়, এস এসেছে ‘‘স্পিড'' থেকে, কারণ নতুন আগন্তুক নাকি অ্যাপলের সবেচেয়ে শক্তিশালী আইফোন!

শুধু তাই নয়, ১৬ গিগাবাইট ধারণক্ষমতার আইফোন ৩জিএস পাওয়া যাবে মাত্র ১৯৯ মার্কিন ডলারে৷ আর ক্ষমতা যদি বাড়িয়ে ৩২ গিগাবাইট চান তবে ২৯৯ মার্কিন ডলার৷ অবশ্য পূর্বসুরি ৮গিগাবাইট ক্ষমতার আইফোন থ্রিজি-র দামও কমিয়ে দিয়েছে অ্যাপল৷ সোমবার থেকেই ১৯৯ ডলার থেকে এক লাফে শুধু ৯৯ ডলার!

DW News Portal iPhone
আইফোনে ডয়চে ভেলে

শিলার আরো ঘোষণা করেছেন, ১৭ জুন বাজারে আসছে আইফোনের নতুন অপারেটিং সিস্টেম আইফোন ৩.০৷ নতুন আগন্তুক ছাড়াও বর্তমান আইফোন ব্যবহারকারীরা বিনা খরচায় আপগ্রেড করে নিতে পারবেন অপারেটিং সিস্টেম৷ আর নতুন এই অপারেটিং সিস্টেম দেবে ভয়েস কমান্ড, ভাড়া করা ভিডিও ডাউনলোড এবং আরো তিনটি নতুন ভাষায় আইফোন ব্যবহারের সুবিধা৷ বলাবাহুল্য নতুন তিন ভাষার তালিকায় কিন্তু বাংলার স্থান হয়নি৷ তবে ঠিকই জায়গা করে নিয়েছে আরবি, হিব্রু আর কোরিয়ান৷

নজর দেই অ্যাপলের মার্কেট শেয়ারের দিকে৷ এপ্রিল পর্যন্ত অ্যাপল বিক্রি করেছে ৪ কোটিরও বেশি আইফোন এবং আইপডের যন্ত্রাংশ৷ একইসঙ্গে এসব আইফোন, আইপডে ব্যবহার উপযোগী সফটওয়্যার বিক্রি হয়েছে ১০০ কোটিরও বেশি৷

আচ্ছা আপনার আইফোনটি যদি হারিয়ে বা চুরি হয়ে যায় কি করবেন? সমাধান নিয়ে হাজির আইফোন সফটওয়্যার এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্কট ফোর্সটেল৷ অ্যাপল নাকি ‘‘ফাইন্ড মাই আইফোন'' নামের নতুন এক ফিচার যোগ করছে তাদের ওয়েবসাইটে৷ আপনার কাছ থেকে চুরি হওয়া বা হারিয়ে যাওয়া আইফোনটি অন্য কেউ ব্যবহার শুরু করলেই তার লোকেশন জানা যাবে ফাইন্ড মাই আইফোন ব্যবহার করে৷ আর কি চাই? উন্নয়নশীল বিশ্বে নাহলেও উন্নত বিশ্ব অন্তত চোর ধরতে লুফে নেবে এই সুযোগ৷

USA Elektronik Apple neuer iPod Nano in San Francisco vorgestellt
২০০৮ সালে সান ফ্রান্সিসকোতে অ্যাপল পণ্য নিয়ে হাজির হন স্টিভ জবস৷ এবার আর দেখা মেলেনি তাঁরছবি: AP

স্কট ফোর্সটেল জানান, আইফোন চুরি হলে বা হারিয়ে গেলে মালিক তার ফোনে মেসেজ পাঠানোর সুযোগ পাবেন৷ আর সাইলেন্ট মুডে থাকলেও অ্যালার্ট বাজতে থাকবে নিখোঁজ আইফোনে৷ একইসঙ্গে পাওয়া যাবে হারানো আইফোনটির লোকেশন ম্যাপ৷

ফোর্সটেল আরো জানালেন, নিরাপত্তার খাতিরে মালিক চাইলে হারিয়ে যাওয়া আইফোনে থাকা সব তথ্যও মুছে ফেলতে পারবেন ফাইন্ড মাই আইফোন ফিচার ব্যবহার করে৷

নতুন আইফোন আসছে আরো অনেক বৈশিষ্ট্য নিয়ে৷ কিন্তু তারপরও সাম্প্রতিক অ্যাপল আলোচনায় কিন্তু জায়গা করে নিয়েছিল আরেকটি বিষয়৷ স্টিভ জবস৷ অ্যাপলের জনক বরাবরই জনসম্মুখে হাজির হতেন নিত্য নতুন প্রযুক্তি পণ্য নিয়ে৷ কিন্তু এবার আর সেটা হয়ে উঠলো না৷ সোমবার সকাল পর্যন্ত খবর ছিল ৫৪ বছর বয়স্ক অসুস্থ জবস হয়তো হাজির হবেন নতুন আইফোনের গল্প নিয়ে৷ কিন্তু, সেটা হয়নি৷ জবস এখন অন্তরালে৷ নিজের অসুস্থ রূপ বোধহয় দেখাতে চাননা কাউকে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক