1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোবটের জগতে নতুন সংযোজন ‘‘ক্যাটওয়াক রোবট’’

১৯ মার্চ ২০০৯

রোবটের জগতে নতুন চমক উদ্ভাবন হচ্ছে প্রতিনিয়ত৷ আসছে উচ্চ ক্ষমতাসম্পন্ন রোবট৷ এরই মধ্যে দেখা গেছে রোবটেরা নেচে-গেয়ে দর্শক মনোরঞ্জন করছে৷ সঙ্গ দিচ্ছে আপাদমস্তক নিঃসঙ্গ কোনো লোককে৷

https://p.dw.com/p/HFMr
ক্যাটওয়াক রোবটছবি: AP

এবার রোবটের জগতে আরেকটি নতুন সংযোজন করেছেন বিজ্ঞানীরা৷ তাহলো ‘‘ক্যাটওয়াক রোবট''৷

জাপানের গবেষকরা এমন একটি রোবট তৈরি করেছেন যে সাবলীলভাবে হাঁটতে পারে৷ রোবটটি দেখতে ঠিক যেন এক জাপানি মেয়ে৷ সে হাঁটতে পারে, কথা বলতে পারে এমনকি অভিব্যক্তিও প্রকাশ করতে পারে৷ জাপান সরকারের পৃষ্ঠপোষকতায় গবেষকদের একটি দল এই রোবটটি নির্মাণ করেছেন৷ এর নাম -এইচআরপি-৪সি৷

রোবট শব্দটির সাথে আজ কম-বেশি সবাই পরিচিত৷ আসলে রোবট মানুষের তৈরি যন্ত্র ছাড়া আর কিছুই নয়৷ রোবট শব্দটির প্রথম ব্যবহার করেন সাবেক চেকোস্লোভাকিয়ার নাট্যকার ‘‘কার্ল চাপেক'', তাঁর একটি নাটকে৷ চেক ভাষায় রোবট শব্দের অর্থ হলো ‘‘বাঁধা শ্রমিক‌''৷ ঐ নাটকে মূলত দেখানো হয়েছিলো কিভাবে রোবট নামের যন্ত্র মানুষের নির্দেশে জটিল সব কাজ করে দেয়৷ হলিউডের সাড়া জাগানো ছবি টার্মিনেটর-এও আমরা রোবট দেখি৷ ছবিটির প্রথম দিকের একটি দৃশ্যে দেখানো হয়, দানব আকৃতির সব রোবটদের বিরুদ্ধে মানুষ প্রাণপণে লড়াই করছে৷

সম্প্রতি জাপানি গবেষকরা জনসমক্ষে নিয়ে এলেন তাঁদের ক্যাটওয়াক রোবটটিকে৷ খুব শীঘ্রই টোকিওর একটি ফ্যাশন শো'তে সে অংশগ্রহণ করবে৷ রোবটটি তৈরি করেছে ‘‘দ্যা ন্যাশনাল ইন্সটিউট অব ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স এন্ড টেকনোলজি''র বিজ্ঞানীরা৷ মঞ্চে এসে চোখ ধাঁধানো জাপানি মেয়ের অবয়বের পরিপাটি পোশাক পরা রোবটটি সবাইকে বলেছে, ‘‘ উপস্থিত সবাইকে স্বাগতম৷ আমি যন্ত্রমানব এইচ.আর.পি-৪সি''৷ হিরোসিয়া হিরোকায়া নামে একজন গবেষকের মতে, ক্যাটওয়াক করতে সক্ষম এই রোবটটির প্রযুক্তিগত আরও কিছু কাজ বাকি আছে৷ ব্যাটারিসহ ৪৩ কেজি ওজনের এই ক্যাটওয়াক রোবটটির উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি৷ যা জাপানি মেয়েদের গড় উচ্চতার সাথে মিল রেখে তৈরি করা হয়েছে৷ একজন সুদর্শনা নারীর মতো অঙ্গভঙ্গি করার ক্ষমতা সম্পন্ন এ রোবটটিতে ৪২ ধরণের নড়াচড়ার ব্যবস্থা রাখা হয়েছে৷ বর্তমানে রোবটটি বিক্রির জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ মিলিয়ন ইয়েন যা ২ লক্ষ ডলারের সমান৷

লেখক: ফারজানা কবীর খান, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক