1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করল ভারত

অনিল চট্টোপাধ্যায়২৫ ফেব্রুয়ারি ২০০৯

বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া হল – এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং যা করার, সেদেশের সরকারই করবে৷ তবে সীমান্ত এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে৷

https://p.dw.com/p/H18k
ভারত-বাংলাদেশ সীমান্তের একাংশছবি: AP

বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে বুধবার দুপুরে প্রতিক্রিয়া ব্যক্ত করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে – এটা বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং যা করার তা সেদেশের নির্বাচিত সরকারই করবে৷ তবে ঐ ঘটনার আঁচ যাতে ভারত-বাংলাদেশ সীমান্তে এসে না পড়ে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে৷

বাংলাদেশ লাগোয়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৩টি রাজ্য – আসাম, ত্রিপুরা মেঘালয় এবং পূবের রাজ্য পশ্চিমবঙ্গের প্রায় ৪,০০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে৷ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সূত্রে অবশ্য বলা হয়েছে, এযাবৎ সীমান্ত এলাকায় কোন অস্বাভাবিকতা চোখে পড়ে নি৷ তবে যে কোন পরিস্থিতি সামাল দিতে বিএসএফ-কে সর্বোচ্চ মাত্রায় সতর্ক রাখা হয়েছে৷ আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ সীমান্তের বিশেষ স্পর্শকাতর এলাকাগুলিতে প্রয়োজন হয়ে বিএসএফ-এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন বিএসএফ মুখপাত্র এ কে সিং৷ উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার প্রায় ৮৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে – যার মধ্যে প্রায় ২২০ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া নেই৷ আসামের সঙ্গে ২৭২ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সঙ্গে ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে৷

বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদস্থ আধিকারিকদের সঙ্গে বুধবার এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন৷