1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেলিম মালিকের আজীবন নিষেধাজ্ঞা বাতিল

সাগর সরওয়ার ২৩ অক্টোবর ২০০৮

দীর্ঘ নয় বছর পর সাবেক পাকিস্তানী অধিনায়ক সেলিম মালিকের আজীবন নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছে আদালত৷ বিগত ২০০০ সালে বিচারপতি কাইয়ুম কমিশনের সুপারিশের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড সেলিম মালিককে আজীবন নিষিদ্ধ করে৷

https://p.dw.com/p/Ffdm
সেলিম মালিক (ফাইল ফটো)ছবি: AP

এর আগে তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয়েছিলো৷ তবে আজ আদালত পিসিবির সে সিদ্ধান্তকে এখতিয়ার বহির্ভূত বলে রায় দিয়েছে৷ রায়ের পর ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ী পাকিস্তানী দলের এই সদস্য বলেন, গত আট বছর ধরে যে মানসিক কষ্ট আমি বয়ে বেড়াচ্ছি আজ তা থেকে আমি মুক্ত হয়েছি৷ সেলিম মালিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেও পাকিস্তান ক্রিকেটকে অন্য কোনভাবে সহায়তা করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন৷

দাবা

জার্মানির বন শহরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম ম্যাচ এখন চলছে দুই গ্র্যান্ড মাস্টার বিশ্ব নাথান আনান্দ ও ভ্লাদিমির ক্রামনিকের মধ্যে৷ তবে ইতিমধ্যে তিনটি ম্যাচ জিতে বেশ এগিয়ে গেছেন আনান্দ৷ তাই গতবার হাতছাড়া হয়ে যাওয়া বিশ্ব মুকুট ক্রামনিক এবারও ফিরে পাবেন কিনা সে সন্দেহ দেখা দিয়েছে দাবা প্রেমিকদের মাঝে৷