1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রীম ভাইদের রূপকথা: সোনার হাঁস

সাগর সরওয়ার৩ অক্টোবর ২০০৮

ছেলেটি গলায় সুন্দর একটি মালা পরে ছিল৷ তাতে ঝুলানো একটি মুক্তোর লকেট৷ লাল রঙের মুক্তো৷ মা খুব আদর করে দিয়েছিল এই মালাটি৷ ছেলেটি এক সকালে বেরিয়ে পড়লো কাজের সন্ধানে৷ তাকে বনে যেতে হবে৷ গাছ কাটতে হবে৷

https://p.dw.com/p/FTi4
তোমাদের জন্য গল্পছবি: Universität Karlsruhe

সেই গাছ বাজারে বিক্রি করতে হবে৷ ওরা তিন ভাই৷ ও বড়৷জঙ্গল দিয়ে হেটে যাচ্ছে৷ মা তাকে খাবার জন্য বানিয়ে দিয়েছে ডিমের কেক৷ আর সঙ্গে এক বোতল পানীয়৷ হাটতে হাটতে আচমকা তার সঙ্গে দেখা হলো এক লোকের৷ ধূসর রঙের চুল লোকটির৷ ছেলেটিকে সে বনের পথে শুভেচ্ছা জানালো৷ বললো,

: আমাকে এক টুকরো কেক দিতে পারো৷ আর একটু পানীয়৷

ছেলেটি বললো

: আমি তোমাকে কেন খাবার দেবো৷ তুমি তো আমার কেউ নও৷ তারপর লোকটিকে পাশ কাটিয়ে সে চলে গেল৷

একটি পুরানো গাছ পেলো সে৷ গাছটি শুকিয়ে গেছে৷ সারা গায়ে সবুজ রঙ্গের শ্যাওলা জমেছে৷ এই গাছটি কাটলে বেশ হয়৷ তারপর যেই না ঐ গাছটি কাটতে গেলো তখনই তার কুঠার গেলো ভেঙ্গে৷ ভাঙ্গা কুঠার দিয়ে তো আর গাছ কাটা যায় না৷ অগত্যা বাড়ি ফিরে গেলো সে৷

এবার যাত্রা শুরু করলো মেজ ছেলে৷ মা তাকেও একই ধরনের খাবার দিয়ে দিল৷ সঙ্গে পানীয়৷ পথে যেতে যেতে তার সঙ্গেও দেখা হলো সেই ধূসর রঙের চুলের লোকটির৷ এবারও লোকটি খাবার চাইলো৷ বড় ভায়ের মতো তারও একই জবাব৷

বললো

: আমার খাবারে কাউকে ভাগ দিতে পারবো না৷

এ কথা বলেই সে একটি গাছের কাছে গেলো৷ যেই না গাছ কাটা শুরু করবে তখনই কুড়ালটি ছিটকে এসে পড়লো তার পায়ের উপর৷ টনটন করে উঠলো তার পা৷ এ অবস্থায় তো আর গাছ কাটা যায় না৷ তাই আস্তে আস্তে বাড়ি ফিরে গেল সে৷

বাবার বারণ উপেক্ষা করে এবার বনে গেল ছোট ভাই৷

দেখা হলো সেই ধূসর চুল ওয়ালা লোকটির সঙ্গে... কি হলো এরপর?