1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির সর্বকালের সেরা ক্রীড়াবিদদের তালিকা

সঞ্জীব বর্মন৬ মে ২০০৮

মঙ্গলবার বার্লিনে জার্মানির ক্রীড়াজগতের সর্বকালের সেরা ৪০ জন তারকাদের এক তালিকা প্রকাশিত হয়েছে৷ তবে শুরুতেই এই তালিকা সম্পর্কে নানা প্রশ্ন উঠেছে৷

https://p.dw.com/p/Dugu
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন ফুটবল তারকা উভে জ়েলারছবি: AP

ফ্রানত্‌স বেকেনবাউয়ার, বরিস বেকার, স্টেফি গ্রাফ, মিশায়েল শুমাখার - জার্মানির ক্রীড়াজগতের সর্বকালের সেরা তারকাদের তালিকা যে বেশ দীর্ঘ, ক্রীড়ামোদিরা তা বিলক্ষণ জানেন৷ ফুটবল, টেনিস থেকে শুরু করে ক্রীড়াজগতের অনেক ক্ষেত্রেই জার্মানির সাফল্য বিশ্বের নজর কেড়ে চলেছে৷ মঙ্গলবার বার্লিন শহরে জার্মান ক্রীড়াজগতের সেরা ৪০ জন ব্যক্তির সমন্বয়ে এক Hall of Fame-এর উদ্বোধন করা হল৷ জার্মান প্রেসিডেন্ট হর্স্ট ক্যোলার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ আপাতত এই Hall of Fame-এর অস্তিত্ব শুধু ইন্টারনেটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে৷ ২০০৯ সালে এক ভ্রাম্যমাণ প্রদর্শনীর আয়োজন করা হবে৷

বলাই বাহুল্য, এই তালিকাকে ঘিরে বিতর্কের অভাব নেই৷ বিশেষ করে নাত্‌সি জমানা ও কমিউনিস্ট পূর্ব জার্মানির বিখ্যাত খেলোয়াড়দের নামের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তো রয়েছেই৷ অভিযোগ উঠেছে, নাত্‌সি আমলের বেশী নাম তালিকায় স্থান পেয়েছে, পূর্ব জার্মানির অনেকেই বাদ পড়েছেন৷ বাদ পড়েছেন স্টেফি গ্রাফ ও বরিস বেকারের মত ব্যক্তিরাও৷ তবে এই তালিকা ভবিষ্যতে আরও লম্বা হবে - এই আশ্বাস শোনা গেছে৷ তখন অন্যান্য কিছু ব্যক্তিত্বও তালিকায় স্থান পাবেন৷