1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরাফাত : ইস্রায়েলের ইহুদি চরিত্রের স্বীকৃতি

সঞ্জীব বর্মন১৯ জুন ২০০৪
https://p.dw.com/p/DQ2Y
ছবি: AP

ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসের আরাফাত ফিলিস্তিনি শরণার্থীদের ইস্রায়েলের মূল ভুখন্ডে ফিরে যাবার প্রশ্নে কিছুটা নমনীয়তা দেখাচ্ছেন৷ ইস্রায়েলের হা-আরেত্স সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাত্কারে আরাফাত বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের সমস্যা এমনভাবে সমাধান করতে হবে, যাতে ইস্রায়েলের ইহুদি চরিত্র বজায় থাকে৷ উল্লেখ্য, এপর্যন্ত যাবতীয় শান্তি আলোচনায় ফিলিস্তিনি পক্ষ ইস্রায়েলের উদ্দেশ্যে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার স্বীকার করার জন্য চাপ দিয়ে এসেছে৷ ইস্রায়েল এই দাবি অস্বীকার করে আসছে, কারণ তাদের মতে, এর ফলে ইস্রায়েলের ইহুদি চরিত্র নষ্ট হয়ে যাবে৷