1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুয়ানতানামো আমেরিকার জন্য অস্বস্তিকর : সেনেটর প্যাট্রিক লিহি

আব্দুল্লাহ আল-ফারূক১৫ জুন ২০০৫

গুয়ানাতানামোর সামরিক কারাগারে অনির্দিষ্টকালের জন্য বন্দী হয়ে আছে যারা, সামরিক আদালতে তাদের কারো কারো বিচার করার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রশাসনের৷ বুধবার (১৫.০৬.০৫) মার্কিন সেনেটের আইনবিষয়ক কমিটি এই পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা ও আইন দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য শুনল

https://p.dw.com/p/DPvW

বর্তমানে কিউবায় অবস্থিত গুয়ানতানামোর মার্কিন ঘাঁটিতে ৫২০ জন বন্দীকে আটক রাখা হয়েছে সন্ত্রাসী সন্দেহে৷ এদের অনেককেই আফগানিস্তানে অথবা পাকিস্তানে গ্রেপ্তার করা হয়৷ তারপর তাদের চালান করা হয় গুয়ানতানামোয়৷ অনেকেই আটক আছে তিন বছরেরও বেশি৷ তাদের মধ্যে মাত্র চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়য়ের করা হয়েছে৷ বুশ প্রশাসনের যুক্তি হল - যতদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে ততদিন বন্দীদের আট