1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

২৪ সেপ্টেম্বর ২০১২

সংখ্যাগরিষ্ঠতা না হারালে মেয়াদের আগে সংসদ ভেঙে দেয়ার কোনো বিধান সংবিধানে নেই বলে জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন৷ তাই নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে৷

https://p.dw.com/p/16DId
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া হবে৷
ছবি: DW

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া হবে৷ আর সরকারের আকার কেমন হবে তা ঠিক করবেন রাষ্ট্রপতি৷ সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মনে করেন, ক্ষমতাসীনরা বুঝতে পেরেছেন সংসদ রেখে নির্বাচন সম্ভব নয়৷ তবে সরকারের মেয়াদ থাকতেই সংসদ ভাঙার একটিই পথ আছে৷ তা হল ক্ষমতাসীনরা যদি সংখ্যাগিরষ্ঠতা হারান৷ আর যেহেতু সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই, তাই নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার৷

তিনি বলেন, সংসদ ভেঙে দিয়ে সাবেক সংসদ সদস্যদের দিয়ে নির্বাচনের জন্য অন্তবর্তী সরকার গঠন করলে তা আর নির্বাচিত ব্যক্তিদের সরকার হয়না৷ তা হবে রাজনৈতিক নেতাদের নিয়ে গঠন করা সরকার৷ তারা অনির্বাচিত৷

সাখাওয়াত হোসেন ডয়চে ভলেকে বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় তাহলে নির্বাচনী আইন পরিবর্ত করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা ছাড়া সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷ এবং সেটা করতেও সংবিধান সংশোধন করতে হবে৷

তিনি তাদের অভিজ্ঞতার আলোকে বলেন, যে কোনো ধরনের দলীয় বা রাজনৈতিক সরকারের অধীনে এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য