1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া পরিস্থিতি

১৭ সেপ্টেম্বর ২০১২

সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার লক্ষণ দেখা যাচ্ছেনা৷ জাতিসংঘের তদন্ত দল বলছে, সেখানে সরকার বিরোধী সশস্ত্র বাহিনীর সঙ্গে জিহাদি দলগুলোর মতো কিছু বাইরের শক্তিরও যোগ দেয়ার তথ্য পাওয়া গেছে৷

https://p.dw.com/p/16AFS
Residents and members of the Free Syrian Army put out a fire caused by a jet shelling in Aleppo's district of al-Shaar September 16, 2012. REUTERS/Zain Karam (SYRIA - Tags: CONFLICT)
ছবি: Reuters

তদন্ত দলের প্রধান, ব্রাজিলের কূটনীতিক পাউলা সার্জিও পিনেইরো জেনেভায় আরো জানান, গত ১৮ মাসে সিরিয়ায় ২৩ হাজারের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে৷ সে দেশের সরকার গত বছরের মার্চ থেকে শুরু হওয়া বিদ্রোহের পেছনে উপসাগরীয় অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু দেশের ইন্ধন রয়েছে বলে আগে থেকেই দাবি করে আসছে৷

এদিকে সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করার জন্য গড়া আন্তর্জাতিক দলের প্রধান লাখদার ব্রাহিমির সোমবার কায়রোতে আরব লিগ প্রধান নাবিল-আল আরাবির সঙ্গে আলোচনায় বসার কথা৷ আরব লিগের এক কর্মকর্তা জানান, এ সময় ব্রাহিমি সিরিয়া সফর এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনার বিষয়টিই মূলত তুলে ধরা হবে৷

শান্তি প্রক্রিয়ার পাশাপাশি সিরিয়া তুমুল যুদ্ধও চলছে৷ বাশার আল আসাদের অনুগত বাহিনী আলেপ্পো থেকে বিদ্রোহীদের হঠিয়ে দিয়েছে বলে দাবি করছে৷

এসিবি / এসবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য