1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কূটনৈতিক সম্পর্ক

৮ সেপ্টেম্বর ২০১২

ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ক্যানাডা৷ প্রতিক্রিয়ায় উপযুক্ত জবাব দেওয়ার হুমকি ছেড়েছে তেহরান৷ এদিকে, ইরানের উপর আরো কড়া নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন৷

https://p.dw.com/p/165S4
OTTAWA, ON - JULY 01: A Canadian flag flies during Canada Day celebrations on Parliament Hill on July 1, 2010 in Ottawa, Canada. The Queen and Duke of Edinburgh are on an eight day tour of Canada starting in Halifax and finishing in Toronto. The trip is to celebrate the centenary of the Canadian Navy and to mark Canada Day. On July 6th The royal couple will make their way to New York where the Queen will address the UN and visit Ground Zero. (Photo by Chris Jackson/Getty Images)
Flagge Fahne Kanadaছবি: Getty Images

ক্যানাডার পররাষ্ট্র মন্ত্রী জন বেয়ার্ড শুক্রবার ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানান৷ তবে হঠাৎ করে এই মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত তা স্পষ্টভাবে উল্লেখ করেননি বেয়ার্ড৷ তিনি বলেন, ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে এবং তেহরান থেকে ক্যানাডীয় দূতাবাসের আট কূটনীতিককে প্রত্যাহার করা হয়েছে৷ এছাড়া অটোয়ায় অবস্থিত ইরান দূতাবাসের ১৭ জন কূটনীতিককে পাঁচদিনের মধ্যে ক্যানাডা ছেড়ে যেতে বলা হয়েছে৷

এক বিবৃতিতে জন বেয়ার্ড বলেন, ‘‘বর্তমান বিশ্বের শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে ইরান সরকারকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করে ক্যানাডা৷'' এছাড়া সিরিয়ার সরকারি বাহিনীকে অস্ত্র সরবরাহ এবং ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত হুমকি প্রদর্শনের জন্য ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে অটোয়া৷ পাশাপাশি পরমাণু কর্মসূচির ব্যাপারে ভিয়েনা সমঝোতার প্রতি অবজ্ঞা এবং তেহরানে অবস্থিত কূটনীতিকদের নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে তেহরান, বলেও উল্লেখ করেন বেয়ার্ড৷ ক্যানাডার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷

ARCHIV - Das Handout-Foto von der Website des iranischen Präsidenten zeigt den iranischen Präsidenten Mahmud Ahmadinedschad (2.v.l.) am 15.02.2012 beim Besuch eines Projektes zur Nuklearforschung in Teheran. Zum zweiten Mal binnen eines Monats wird ein Expertenteam der Internationalen Atomenergiebehörde IAEA an diesem Montag (20.02.2012) in Teheran Gespräche über das umstrittene iranische Atomprogramm führen. Foto: EPA/PRESIDENTIAL OFFICIAL WEBSITE / HANDOUT HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES (zu dpa 0490 vom 19.02.2012) +++(c) dpa - Bildfunk+++
ইরানের পরমাণু কর্মসূচী পরিদর্শন করছেন প্রেসিডেন্ট আহমেদিনেজাদছবি: picture-alliance/dpa

ক্যানাডার এমন সিদ্ধান্ত ঘোষণার পরপরই ইরানের উপর আরো কড়া নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইইউ৷ সাইপ্রাসে ইইউ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্স ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেন, ‘‘আমরা এক মারাত্মক পরিস্থিতির মধ্যে রয়েছি৷ ইরানের হাতে পরমাণু অস্ত্র আমরা মেনে নিতে পারি না৷'' ইরানের অর্থ, তেল এবং বাণিজ্যিক খাতসমূহের উপর আরো নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেন ফরাসি পররাষ্ট্র মন্ত্রী লরঁ ফাবিয়ুস৷

তবে ক্যানাডার এমন কঠিন সিদ্ধান্তের ‘যথাযথ জবাব' দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত৷ ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, মেহমানপারাস্ত বলেছেন, ‘‘ক্যানাডার বর্তমান সরকার এক চরমপন্থী সরকার৷ তারা ইসরায়েলের ‘জায়নিস্ট' প্রশাসনের দ্বারা প্রভাবিত, যারা ইরানি জনগণের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে৷'' তিনি আরো বলেন, ‘‘ক্যানাডা ইরানের ব্যাপারে তাদের সাম্প্রতিক নীতির ক্ষেত্রে ইসরায়েলের স্বার্থে নিজেদের জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়েছে৷''

এএইচ / আরআই (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য