1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সংস্কার বাস্তবায়ন করতে হবে’

২৫ আগস্ট ২০১২

জার্মানির পর ফ্রান্সও জানিয়ে দিলো যে, গ্রিসকে তার প্রতিশ্রুত আর্থিক সংস্কারের অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে৷ তাহলেই কেবল বেইলআউট প্যাকেজের অর্থ সহায়তা পাওয়া সম্ভব৷

https://p.dw.com/p/15wiC
ছবি: AP

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ আজ শনিবার গ্রিক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও সামারাসের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন৷

তিনি বলেন, এজন্য গ্রিসকে তার বাজেট ঘাটতি কমিয়ে আনতে হবে৷ এবং সেটা করতে হবে এমনভাবে, যেন তা সাধারণ গ্রিকদের কাছে অসহনীয় হয়ে না ওঠে৷

উল্লেখ্য, ইইউ'র শর্ত অনুযায়ী, আগামী দুই অর্থবছরে গ্রিসকে তার বাজেট প্রায় সাড়ে ১১ বিলিয়ন ইউরো কমাতে হবে৷

তবে গ্রিক প্রধানমন্ত্রী এই সময়সীমাটা আরেকটু বাড়াতে চান৷ তিনি বলেন, ‘দম নেয়ার জন্য গ্রিসের একটু সময়' দরকার৷

Bundeskanzlerin Angela Merkel und Francois Hollande
শুক্রবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের সময়ও তিনি একই অনুরোধ জানানছবি: Getty Images

গ্রিক প্রধানমন্ত্রী এই অনুরোধটি করেছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ওলঁদের কাছে৷ এর আগে শুক্রবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের সময়ও তিনি একই অনুরোধ জানান৷

উল্লেখ্য, বেইলআউট প্যাকেজের আওতায় গ্রিসের মোট ১৩০ বিলিয়ন ইউরো পাওয়ার কথা৷ এর মধ্যে বেশ কিছু অর্থ ছাড়ও করা হয়েছে৷

পরবর্তী কিস্তিতে গ্রিসকে সাড়ে ৩১ বিলিয়ন ইউরো দেয়ার কথা৷ কিন্তু তা নির্ভর করছে ‘ত্রয়িকা'র প্রতিবেদনের ওপর৷ ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ মিলে গঠিত হয়েছে এই ত্রয়িকা৷ এই তিন সংস্থার অডিটররা গ্রিস তার প্রতিশ্রুত সংস্কার কর্মসূচি ঠিকমত বাস্তবায়ন করছে কিনা তার ওপর একটি প্রতিবেদন দেবে আগামী মাসে৷

জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের মতোই ফ্রান্সের প্রেসিডেন্ট ওলঁদ'ও বলেছেন সবকিছুই নির্ভর করছে ত্রয়িকার প্রতিবেদনের ওপর৷

জার্মানি আর ফ্রান্স সফর শুরুর আগে গ্রিক প্রধানমন্ত্রী সামারাস ঐ দুই দেশের প্রভাবশালী গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন৷ এর একটি জার্মানির ‘স্যুদডয়েচে সাইটুং'৷ ঐ পত্রিকাকে তিনি বলেন, জার্মানি যে ঋণ দিচ্ছে সেটা ফিরিয়ে দেয়া হবে৷ এছাড়া আরও যারা ঋণ দিয়ে সহায়তা করছে তাদের টাকাও ফিরিয়ে দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন গ্রিক প্রধানমন্ত্রী৷

আর ফ্রান্সের পত্রিকা ‘লে মোন্দে'কে সামারাস বলেন, গ্রিসকে যদি ইউরোজোন থেকে বের হয়ে যেতে হয় তাহলে ইউরো এলাকার অন্যান্য দেশের অর্থনীতির উপরও তার প্রভাব পড়বে৷

জেডএইচ / এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য