1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

১৮ আগস্ট ২০১২

পুরোপুরি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হলেও তা হবে কষ্টসাধ্য৷ তবে এভাবে সেতু নির্মাণ করা হলে বাংলাদেশকে ভুগতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷

https://p.dw.com/p/15sIf
ছবি: DW

পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার অর্থায়নের জন্য বেশ চেষ্টা তদবির করে যাচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়৷ আগামী দুই সপ্তাহ পর দেশটি পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাবনা দেবে৷ তবে অর্থ মন্ত্রণালয় মালয়েশিয়ার অর্থায়ন প্রস্তাবকে অস্বচ্ছ ও অসম্পূর্ণ বলে মতামত দিয়েছে৷ এদিকে রিজার্ভ থেকে বিদেশি মুদ্রা সরবরাহে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন গভর্নর৷

আর মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতু নির্মাণে সহায়তা নেওয়ার জন্য সব ব্যাংকে স্থানীয় ও বিদেশি মুদ্রা নেয়ার জন্য দু'টি করে একাউন্ট খোলার নির্দেশ দেওয়া হয়৷ এরপরও বিশ্বব্যাংকসহ অন্যসব উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেনদরবার করে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ কারণ তিনি মনে করেন, নিজস্ব টাকায় পদ্মা সেতু করা হলে তা অর্থনীতির জন্য ভোগান্তির সৃষ্টি করবে৷

অর্থমন্ত্রী তার এই বক্তব্যের স্বপক্ষে ব্যাখা দিয়ে বলেন, পুরোপুরি নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ করতে গেলে অনেক ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে৷ কারণ ওই সব প্রকল্পের টাকা তখন ব্যয় করতে হবে সেতু প্রকল্পে৷

অর্থমন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাংকসহ অন্য ঋণদাতাদের সঙ্গে আলোচনা পদ্মা সেতু বাস্তবায়ন শুরুর ঠিক আগের অবস্থানে আটকে রয়েছে৷ তাই তাদের অর্থের জন্য শেষবারের মত তিনি চেষ্টা করে যাচ্ছেন৷ আর এ নিয়েই তিনি এখন ব্যতিব্যস্ত রয়েছেন৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য