1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভর্তি পরীক্ষা

১৪ আগস্ট ২০১২

বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন ভর্তি পদ্ধতির প্রতিরোধে মাঠে নেমেছে শিক্ষার্থীদের একাংশ৷ তাদের দাবি, ভর্তি পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে৷ এসএসসি ও এইচএসসি'র ফলাফলের ভিত্তিতে ভর্তি নেয়া যাবেনা৷

https://p.dw.com/p/15pNl
ছবি: DW

সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এসএসসি এবং এইচএসসি'র ফলাফলের ভিত্তিতে ছাত্র ভর্তি করা হবে৷ স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গত রোববার এই সিদ্ধান্তের কথা জানান৷ কিন্তু মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তিচ্ছুদের একাংশ এর বিরোধিতা করছে৷ তাদের কথা, ২৮ বছর ধরে চলে আসা পদ্ধতি ভর্তি পরীক্ষার মাধ্যমেই ভর্তি করাতে হবে৷ তাদের সঙ্গে অভিভাকরাও মাঠে নেমেছেন৷ তাঁরা আজ সংবাদ সম্মেলনের পর শাহ বাগ এলকায় নিজেদের দাবি আদায়ের জন্য দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখেন৷

এদিকে নতুন এই পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টে রিট করেছেন ইউনুস আলী আখন্দ নামে একজন আইনজীবী৷ তাঁর আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি খুরশিদ আলম সরকার চার সপ্তাহের রুল জারি করেছেন সরকারের ওপর৷ ভর্তির নতুন পদ্ধতি কেন অবৈধ ঘোষণা করা হবেনা - তা জানতে চেয়েছে আদালত৷ আইনজীবী ইউনুস আলী আখন্দ বলেন, সারা দেশে আলাদা আলাদা প্রশ্নপত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হয়৷ তাই মেধা যাচাইয়ের জন্য ভর্তি পরীক্ষা প্রয়োজন৷ তিনি বলেন, রুলের পর সরকার এখন আর নতুন পদ্ধতিতে ভর্তির প্রস্তুতি নিতে পারেনা৷

এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, নতুন পদ্ধতিতে ভর্তির ব্যাপারে আইনগত কোনো বাধা নেই৷ কারণ আদালত শুধুমাত্র রুল দিয়েছে, স্থগিতাদেশ দেয়নি৷ তবে সরকারকে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, বলেন তিনি৷

ওদিকে ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় শহরে নতুন পদ্ধতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছুরা৷ বাংলাদেশের ২২টি সরকারি মেডিকেল কলেজে ২৮৮১ এবং ৫৩টি বেসরকারি মেডিকেল কলেজে ৪২৪৫টি আসন আছে এমবিবিএস কোর্সের জন্য৷ আর ডেন্টালের জন্য আছে ১৪৫৭টি আসন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য