1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসে নতুন সরকার

২১ জুন ২০১২

আর্থিক সংকটে বিধ্বস্ত গ্রিসের রাজনৈতিক সংকট এবার কাটতে শুরু করেছে৷ নির্বাচনের পর এবার নতুন সংসদ গঠিত হবে আজই৷ জোট সরকারের সামনে থাকবে অনেক চ্যালেঞ্জ৷

https://p.dw.com/p/15Iv5
Leader of the New Democracy conservative party Antonis Samaras (L) meets Democratic Left party leader Fotis Kouvelis at his office in the Greek parliament in Athens June 18, 2012. REUTERS/Willy Antoniou/New Democracy party/Handout (GREECE - Tags: POLITICS ELECTIONS BUSINESS) NO SALES. NO ARCHIVES. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
ছবি: Reuters

‘‘দৈনিক কাথিমেরিনি'' - গ্রিক এই সংবাদপত্রটির বৃহস্পতিবারের, মানে আজকের শিরোনাম মনে রাখার মত৷ তারা বলছে, সময় চাই৷ ইউরোজোনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত দেশ গ্রিসের আর্থিক সংকটের মোকাবিলা করতে গিয়ে একের পর এক সরকার মুখ থুবড়ে পড়ার পর অবশেষে রক্ষণশীল দল আর পাসকদের জোট গ্রিসে সরকার গড়তে চলেছে৷ নির্বাচনের ফলাফলে স্পষ্ট ছিল দিকনির্দেশ৷ রক্ষণশীলদের পরেই বামপন্থী সিরিজা দলের অবস্থান থাকলেও সরকার গড়তে রাষ্ট্রপতি ডাক দেন সংখ্যাগরিষ্ঠদেরকে৷ ফলে যারা ক্ষমতায় থেকে গ্রিসের সংকটকে ত্বরান্বিত করেছিল, তারাই ফের ফিরে এল শাসনভার হাতে নিয়ে৷

সুতরাং বর্তমান পরিস্থিতিতে সেই নতুন সরকার গঠনের দিনেই গ্রিসের দৈনিক কাথিমেরিনির হেডলাইনে বলা হচ্ছে, ‘এবারেও সময় চায় গ্রিস, সংকট সামলাতে গ্রিসকে দুই বছর সময় দেওয়া হোক৷' ইউরোজোনের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গই তুলবে গ্রিক সরকার৷ বলা হবে, একটু সময় পেলে সামলানো যাবে পরিস্থিতি৷

পরিস্থিতি যদিও আগের থেকে আরেকটু সংকটময়৷ কারণ, সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, ইউরোপীয় ইউনিয়ন আর আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের হিসেবে বলা হয়েছিল, গ্রিসের মোট গড় উৎপাদন বা জিডিপি-র সাড়ে চার শতাংশ হল ঋণ৷ আর এক্বেবারে সাম্প্রতিক হিসেবে দেখা যাচ্ছে, সেই ঋণের পরিমাণটা আরও দেড় থেকে তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় থেকে সাত শতাংশ৷ ফলে নতুন প্রধানমন্ত্রী সামারাস সরকারের সামনে চ্যালেঞ্জের পরিমাণটা আরও বেশি চওড়া হল৷

এসইউবি / জেএইচ (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য