1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যারি পটারের পর

১৩ এপ্রিল ২০১২

জে কে রোলিং’এর নতুন উপন্যাস ‘দ্য ক্যাজুয়াল ভেকেন্সি’ বাজারে আসছে৷ বিস্ময় বালক হ্যারি পটারের চরিত্র এঁকে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জনের পর, এবার বড়দের জন্য কলম ধরলেন তিনি৷

https://p.dw.com/p/14dJv
ছবি: AP

প্রকাশনী সংস্থা লিটল, ব্রাউন অ্যান্ড কোং বৃহস্পতিবার জানিয়েছে, বইটি বাজারে ছাড়া হবে আগামী ২৭শে সেপ্টেম্বর৷ আর ৪৮০ পৃষ্ঠার উপন্যাসটি পাওয়া যাবে বই, ইলেক্ট্রনিক বুক বা ই-বুক এবং অডিও সিডি আকারে৷

নতুন এ উপন্যাসে জাদুবিদ্যা, সম্মোহনী ক্ষমতা বা অলৌকিক রহস্য না থাকলেও হাস্যরস, কৌতুক ও রসিকতা থাকবে৷ আর কৌতুকের আড়ালে থাকবে একটি জনপদের মানুষের কঠিন বাস্তবতার চিত্র৷

Potter / Radcliffe / Rowling / Watson / Grint
পটার পরিবারছবি: AP

শান্ত এক ছোট্ট শহর ‘পেগফোর্ড'৷ সেখানে আছে সুপ্রাচীন একটি ধর্মাশ্রম৷ আছে পাথরে বাঁধানো বিপণিবিতান, চত্বর৷ আছে সুন্দর সব অট্টালিকা৷ আর আছে শহরবাসীর নিরুপদ্রব জীবন৷ কিন্তু এ শহরের কাউন্সিলর বেরি ফেয়ারওয়েদার'এর অকস্মাৎ মৃত্যুর পর, সুখাচ্ছন্ন শহরবাসীর জীবনে আসে ভীষণ বিপর্যয়৷

শূন্য হওয়া কাউন্সিলর পদের নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয় অশান্তি, কলহ, অস্থিরতা আর যুদ্ধ৷

গল্পের শহরে অদ্ভুত অভূতপূর্ব পরিস্থিতিকে ব্যাখ্যা করতে গিয়ে প্রকাশক বলেন, ‘‘গরিবের সাথে ধনীদের যুদ্ধ, বাবা-মায়ের সাথে টিনএজারদের যুদ্ধ, স্বামীর সাথে স্ত্রীর যুদ্ধ, শিক্ষার্থীদের সাথে শিক্ষকের যুদ্ধ...৷''

Flash-Galerie Harry Potter
হ্যারি পটার ছবির একটি দৃশ্যছবি: AP

৪৮০ পৃষ্ঠার এই উপন্যাসের যবনিকায় কী আছে? কী ঘটেছে পেগফোর্ড'এর জনতার জীবনে? এসব জানতে খুবই উদগ্রীব হয়ে গেছেন? কিন্তু কিচ্ছু করার নেই৷ পুরো গল্প জানতে হলে আপনাকে ধৈর্য্য ধরে থাকতে হবে আরো পাঁচ মাস৷

হ্যারি পটার'কে নিয়ে ধারাবাহিক উপন্যাসের সাতটি খণ্ড লিখে জগতের দশ দিক জয় করেছেন জে কে রোলিং৷ নাম-ধাম, খ্যাতি তো আছেই, টাকা-কড়ি-ও এতোই এসেছে রোলিং'এর ঘরে, যে তিনিই এখন ব্রিটেনের ১৫তম ধনী ব্যক্তি৷

২০০৭ সালে হ্যারি'কে নিয়ে লেখা উপন্যাসের ইস্তফা টানার পাঁচ বছর পর, এবার বড়দের সামনে হাজির হচ্ছেন রোলিং৷ বই প্রকাশ করার ঘোষণা দেবার সঙ্গে সঙ্গেই ব্যাপক জল্পনা-কল্পনা আর আগ্রহের তুবড়ি ছুটছে দুনিয়া জুড়ে৷

সবাই বলছেন, কিশোর চরিত্র হলেও ছেলে-বুড়ো নির্বিশেষে সকলেরই মন কেড়েছে হ্যারি পটার৷ তাই এখন সবার মনেই প্রশ্ন, হ্যারি পটার'এর মতোই ‘দ্য ক্যাজুয়াল ভেকেন্সি' কি মানুষের মনের মণি কোঠায় পৌঁছে যেতে পারবে?

প্রতিবেদন: আফরোজা সোমা, এপি,এফপি, ডিপিএ
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য