1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির অভিযোগ

১৩ এপ্রিল ২০১২

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এক সংবাদ সম্মেলনে দাবি করেন, রেলের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে৷ তাঁর এপিএস'এর গাড়িতে ৭০ লাখ টাকার নাটক সাজানো হয়েছে৷ তিনি তাঁর পদত্যাগের সম্ভাবনাকে নাকোচ করে দেন৷

https://p.dw.com/p/14cTs
ছবি: picture-alliance/Dinodia Photo

বাংলাদেশের রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার বিকেলে আকস্মিক রেলভবনে এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে, রেলের উন্নয়নে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা বানচাল করতেই একটি মহল সোমবার রাতে তাঁর এপিএস ওমর ফারুকের গাড়িতে ৭০ লাখ টাকার নাটক সাজিয়েছে৷ তিনি পদত্যাগ করবেন না৷ এবং রেলের উন্নয়নে কাজ করে যাবেন৷

Bangladesch Suranjit Sengupta
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তছবি: Harun Ur Rashid Swapan

ওই ঘটনার পরদিন থেকে গাড়ির ড্রাইভার মোহাম্মদ আযমকে খুঁজে পাওয়া যাচ্ছেনা৷ আর ৭০ লাখ টাকা আটকের পর, তা কোথায় রাখা হয়েছে তাও জানান হচ্ছেনা সংবাদ মাধ্যমকে৷ এ ব্যাপারের রেলমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনিও কোনো খবর দিতে পারেননি৷

এদিকে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুকের গাড়িতে ৭০ লাখ টাকার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম৷ তিনি বলেছেন, রেল ভবনকে হাওয়া ভবন বানানো যাবেনা৷ রেলমন্ত্রীকে তাঁর স্বচ্ছতা প্রমান করতে হবে৷ একজনের জন্য পুরো দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারেনা৷

আর বিএনিপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন৷ তিনি বলেন, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দিয়ে কোনো কাজ হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য