1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেল দুর্ঘটনা

৩ মার্চ ২০১২

২০১০ সালে মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনায় যে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাদের মোট ৭.৮ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দেওয়ার চুক্তি করেছে তেল সংস্থা বিপি৷

https://p.dw.com/p/14EUU
FILE - In this April 21, 2010 photo provided by the U.S. Coast Guard, fire boat response crews spray water on the burning remnants of BP's Deepwater Horizon offshore oil rig. The gargantuan legal bill for the 2010 catastrophic oil spill in the Gulf of Mexico is coming due for BP as a federal trial opens Monday, Feb. 27, 2012 to determine the company’s liability for the blowout of its Macondo well. On the cusp of trial, phalanxes of lawyers, company officials and state officials spent the final hours in high-stakes settlement talks that law experts believed could still yield a deal right before the courtroom doors open Monday morning. (Foto:US Coast Guard, File/AP/dapd)
ছবি: AP

বাস্তবিক মামলা শুরু হওয়ার আগেই এই চুক্তি করল বিপি৷ এর আগে মাসের পর মাস ধরে আলাপ-আলোচনা চলেছে৷ বিপি'র বিরুদ্ধে মামলা শুরু হবার কথা ছিল আগামী সোমবার, নিউ অর্লিন্সে৷ বিপি বলছে, এই চুক্তির ফলে মোট এক লক্ষ মৎসজীবী, স্থানীয় বাসিন্দা এবং উপকূল থেকে তেল সরানোর কাজে যারা সংশ্লিষ্ট ছিলেন, সেই ধরণের কর্মীরা উপকৃত হবেন৷ কেননা তেল দুর্ঘটনার ফলে তাদের জীবিকা কিংবা স্বাস্থ্যের ক্ষতি হয়েছে৷

বিপি ইতিপূর্বেই একক ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি মেটানোর জন্য একটি ২০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল আলাদা করে রেখেছিল৷ সর্বশেষ চুক্তির পরেও কিন্তু বিপি বলছে, এই ক্ষতিপূরণ দানের অর্থ এই নয় যে, বিপি তার দায়িত্ব স্বীকার করছে৷ এর ফলে মার্কিন সরকার, বিভিন্ন প্রাদেশিক প্রশাসন এবং ড্রিলিং কোম্পানিগুলির দাবিদাওয়া প্রভাবিত হবে না৷

ARCHIV - Das BP Logo aufgenommen in London (Archivfoto vom 29.07.2008). Die größte Ölkatastrophe in der US-Geschichte liegt fast zwei Jahre zurück - der britische BP-Konzern und seine Partnerfirmen müssen jetzt die Zeche für das Desaster im Golf von Mexiko zahlen. EPA/HUGO PHILPOT (zu dpa KORR: «BP bekommt die Rechnung für «Deepwater Horizon» präsentiert» vom 23.02.2012) +++(c) dpa - Bildfunk+++
বিপির লোগোছবি: picture-alliance/dpa

২০১০ সালের এপ্রিল মাসে ডিপওয়াটার হোরাইজন তেলের প্ল্যাটফর্মটিতে বিস্ফোরণ ঘটে ১১ জন তেলকর্মী প্রাণ হারায় এবং ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল কাঁচা তেল মেক্সিকো উপসাগরে গিয়ে পড়ে৷ গভীর জলের নীচে সাগরবক্ষে তেলের কূপটির মুখ বন্ধ করতে ৮৭ দিন সময় লেগেছিল৷ প্রেসিডেন্ট বারাক ওবামা সে'সময় এই তেল দুর্ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম পরিবেশগত বিপর্যয় বলে অভিহিত করেছিলেন৷

বিপি'র প্রধান বব ডাডলে এবার বলেছেন, এই ক্ষতিপূরণ চুক্তি শুধু উপসাগরীয় অঞ্চলের প্রতিই নয়, গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিপি'র অঙ্গীকারকে প্রতিফলিত করে৷ অপরদিকে এ'ও সত্য যে, বিপির বিরুদ্ধে ঐ ক্ষতিপূরণের মামলা আবার পিছিয়ে যাচ্ছে৷ এছাড়া একক ব্যক্তিদের ক্ষতিপূরণই তো বিপি'র একমাত্র মাথাব্যথা নয়৷ যে কোম্পানি ডিপওয়াটার হোরাইজন তেলের রিগ'টির মালিক, সেই ট্রান্সওশেনিয়ান সংস্থা, জ্বালানি সংস্থা হ্যালিবার্টন, এরা সবাই এই ঘটনায় সংশ্লিষ্ট এবং সকলেই পরষ্পরের উপর দোষারোপ করে চলেছে৷

উপকূল থেকে তেল সাফাই'এর জন্য, এবং অংশত ক্ষতিপূরণ হিসেবে বিপি এ'যাবৎ ৭.৫ বিলিয়ন ডলার দিয়েছে৷ বিপি'র বিবৃতি অনুযায়ী, এই ক্ষতিপূরণ চুক্তির আগেই বিপি'র তেল দুর্ঘটনা খাতে ২২ বিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে৷ তার মধ্যে প্রায় ১৪ বিলিয়ন ডলার ছিল বিপি যা'কে ‘‘অপারেশনাল রেস্পন্স'' বলেছে, তার জন্য৷ অর্থাৎ দুর্ঘটনা ও তার ফলশ্রুতি সামাল দেবার তাৎক্ষণিক প্রতিক্রিয়া৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য