1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তপ্ত আফগানিস্তান

২২ ফেব্রুয়ারি ২০১২

আফগানিস্তানে মার্কিন সেনাছাউনিতে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরান পোড়ানো নিয়ে বিক্ষোভ ক্রমশ বেড়ে চলেছে৷ এ পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর সংবাদ মিলেছে৷

https://p.dw.com/p/147hv
ছবি: picture alliance/dpa

আফগানিস্তানের বাগরাম সেনাছাউনিতে, যেখানে আফগান বন্দিদের আটকে রাখা হয়, সেখানকার কাগজপত্র পোড়াতে গিয়ে কিছু কোরান পুড়িয়ে ফেলা নিয়ে আফগানিস্তান জুড়ে এখন তীব্র বিক্ষোভ চলছে৷ বিক্ষোভকে ঘিরে পূর্ব আফগানিস্তানের জালালাবাদে আর কাবুলে একজন করে এবং পারওয়ান প্রদেশে আরও দু'জন, মোট এই চারজনের মৃত্যুর খবর বলছে সংবাদমাধ্যমগুলি৷ জার্মান সংবাদসংস্থা ডিপিএ জানাচ্ছে, আফগানিস্তান জুড়ে অন্ততপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে৷ বিক্ষোভ আর অগ্নিসংযোগের ঘটনায় আহতের সংখ্যাও বিস্তর বলে ডিপিএ-র রিপোর্টে বলা হচ্ছে৷

কোরান পোড়ানোর ঘটনায় ইতিমধ্যে দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছে মার্কিন সেনাবাহিনী৷ সেই সূত্রে বলা হয়েছে, বাগরাম সেনাছাউনির বন্দিশালায় আটক আফগান বন্দিরা পরস্পরের মধ্যে বার্তা চালাচালি করতে এই ধর্মগ্রন্থকে ব্যবহার করত৷ এছাড়া জানানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে কোরান পুড়ে গেছে বাজে কাগজের সঙ্গে৷ প্রসঙ্গত, বাগরাম সেনাছাউনিতে সাফাইকর্মীরা সম্প্রতি কিছু পোড়ানো কাগজপত্রের মধ্যে পুড়ে যাওয়া কোরানের অংশ খুঁজে পেলে তা নিয়ে এই সমস্যার উদ্ভব হয়৷

সমস্যা যেখানে পৌঁছেছে তাতে আফগানিস্তানের তালেবানরাও কোন কোন জায়গায় বিক্ষোভকে উসকিয়ে চলেছে বলে জানাচ্ছে সংবাদসূত্র৷ বিবিসি জানাচ্ছে, জালালাবাদ সহ বেশ কিছু জায়গায় আমেরিকা বিরোধী স্লোগান শোনা গেছে৷ প্রায় সর্বত্রই মার্কিন বিরোধী মনোভাবকে এই ইস্যুকে ঘিরে উস্কানি দিচ্ছে তালেবান বা আল কায়েদার মদতপুষ্ট সংগঠনগুলি৷

মার্কিন সেনাছাউনিতে কোরান পোড়ানোর এই ঘটনায় ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা৷ তিনি বলেছেন, আফগানিস্তান একটি অত্যন্ত ধর্মপ্রাণ দেশ ৷ সেখানে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই ঘটনা৷ ভবিষ্যতে এ ধরণের ভুল যাতে না হয়, সেজন্য সতর্ক থাকা হবে বলে মতপ্রকাশ করেছেন তিনি৷ এদিকে কাবুলে আফগান প্রেসিডেন্ট হামিদ কার্জাই অবিলম্বে বিতর্কিত বাগরাম সেনাছাউনি থেকে মার্কিন বন্দিশালাটিকে কাবুলে আফগান প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আর্জি জানিয়েছেন৷ বুধবার কাবুল সফররত মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টারের সঙ্গে এক বৈঠকে কার্জাই এ বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য