1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনুপ চেটিয়াকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ আগস্ট ২০১১

বাংলাদেশের কারাগারে ১৩ বছরেরও বেশি সময় ধরে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন৷

https://p.dw.com/p/12AL4
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনছবি: Samir Kumar Dey

বুধবার ঢাকায় চোরাচালান প্রতিরোধ জাতীয় কমিটির বৈঠক শেষে মন্ত্রী জানান, গত সপ্তাহে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের ঢাকা সফরকালে উভয় দেশে আটক বাংলাদেশ ও ভারতের বন্দিদের বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে৷

ভারতের আসাম রাজ্যের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট বা উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া৷ তিন ১৯৯৭ সালের ২১শে ডিসেম্বর ঢাকায় গ্রেফতার হন৷ বিদেশি মুদ্রা ও স্যাটেলাইট ফোনসহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে পরে আদালত তাকে ফরেনার্স এ্যাক্টে ৭ বছরের কারাদণ্ড দেয়৷ ইতিমধ্যেই তার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে৷ তবে আইনি জটিলতার কারণে তিনি এখনো নিরাপত্তা হেফাজতে বাংলাদেশের কারাগারে আটক আছেন৷

বুধবার ঢাকায় চোরাচালান প্রতিরোধ জাতীয় কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে৷ আইনি প্রক্রিয়া শেষে তাকে ভারতের হাতে তুলে দেয়া হবে৷

বৈঠকে জানান হয় ভারতের কারাগারে এখন ১০০ বাংলাদেশি আটক আছেন৷ আর বাংলাদেশের কারাগারে আটক আছেন ৫০ জন ভারতীয়৷ এরা উভয় দেশে নানা মামলার আসামি এবং তালিকাভুক্ত অপরাধী৷ মন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব বন্দি বিনিময় করা হবে৷ বৈঠকে চোরাচালান প্রতিরোধে আরো কঠোর আইন প্রণয়নের কথা বলা হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন