1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের জন্য আর্থিক সাহায্য নিয়ে জটিলতা

১ আগস্ট ২০১১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুষ্ট, যে প্রতিশ্রুতি দিয়েও অতিরিক্ত অর্থ সাহায্য দিচ্ছে না কেন্দ্রীয় সরকার৷ সুযোগ পেয়েই কেন্দ্রের বঞ্চনার পুরনো ধুয়ো ধরলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত৷

https://p.dw.com/p/128Ol
Trinamool Congress party leader Mamata Banerjee gestures to Governor M.K. Narayanan, unseen, after taking oath of office as Chief Minister of West Bengal state in Kolkata, India, Friday, May 20, 2011. Banerjee is the first woman Chief Minister of West Bengal state. Congress and its ally Trinamool Congress toppled a 34-year Communist-led government after an aggressive campaign that hammered the leftist coalition on stagnation, corruption, agricultural malaise and industrial decline. (AP Photo/Bikas Das)
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: AP

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন সমঝোতা এবং নির্বাচনে জেতার পর মন্ত্রিত্ব ভাগ করে নেওয়ার অলিখিত পূর্বশর্তই ছিল, অর্থকষ্টে জেরবার পশ্চিমবঙ্গের পাশে দাঁড়াবে কেন্দ্রীয় সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে তার প্রতিশ্রুত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত করতে পারে, সে জন্য দেওয়া হবে বিশেষ অর্থসাহায্য৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ প্রণব মুখোপাধ্যায় নিজে জনসমক্ষে সেই আশ্বাস দিয়েছিলেন৷ ভোটে জিতে মমতা দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে দেখা করতে গেলে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ কিন্তু কার্যত, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে মমতার অর্থমন্ত্রী অমিত মিত্র দফায় দফায় বৈঠক করেও এক পয়সাও জোগাড় করতে পারেননি৷ উল্টে প্রণব মুখোপাধ্যায় কলকাতায় এসে বলে গেছেন, বিধি ভেঙে পশ্চিমবঙ্গকে কোনও বাড়তি সুবিধে পাইয়ে দেওয়া সম্ভব নয়৷ শুনেই ক্ষিপ্ত মমতা মুখ খুলেছেন প্রণবের বিরুদ্ধে৷

এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনৈতিক জমি ফিরে পেতে তৎপর হল বামফ্রন্ট৷ সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক ডেকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বোঝাতে চাইলেন, যে কেন্দ্রের বঞ্চনার কথা তাঁরা বরাবর বলে এসেছেন, নতুন মুখ্যমন্ত্রীও এবার তারই সামনে পড়েছেন৷ এ কথা বলতে গিয়ে খোঁচা দিতে ছাড়েননি অসীম যে তাঁদের সরকার কোনওদিন বাড়তি সুযোগ সুবিধে চায়নি৷ যা প্রাপ্য, শুধু সেইটুকুই চেয়ে বারবার বিমুখ হতে হয়েছে৷

প্রসঙ্গত অসীম দাশগুপ্ত দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের আর্থিক হাল যতটা খারাপ বলে নতুন সরকার দাবি করছে, আদতে তা ততটা খারাপ নয়৷ তাদের থেকেও খারাপ অবস্থায় থাকা রাজ্য রয়েছে৷

তবে পশ্চিমবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বিশেষ উন্নয়ন সাহায্য দাবি করেছে, তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে বামফ্রন্ট, বলেছেন অসীম দাশগুপ্ত৷ এবং তার মাধ্যমে প্রকারান্তরে আবারও বোঝাতে চেয়েছেন, যে পশ্চিমবঙ্গের দুর্দশার জন্য কেন্দ্রই দায়ী৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন