1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনার এক বছর পূর্তি

২০ এপ্রিল ২০১১

মেক্সিকো উপসাগরে তেল দুর্ঘটনার কথা সহজে ভুলবার নয়৷ কারণ গত বছর প্রায় তিনমাস ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ আলোচিত ঘটনা ছিল এটি৷ আজ যার এক বছর পূর্তি হলো৷

https://p.dw.com/p/10xpt
কুখ্যাত তেলের রিগ ‘ডিপওয়াটার হরাইজন'ছবি: AP

ব্রিটিশ কোম্পানি বিপির তেলের রিগ ‘ডিপওয়াটার হরাইজন'৷ গত বছর এই দিনে সেটাতে একটি বিস্ফোরণ ঘটে৷ তা থেকে দুর্ঘটনার শুরু৷ ফলে প্রাণ হারায় ১১ জন৷ আর প্রায় ৫০ লক্ষ ব্যারেল তেল সাগরে ছড়িয়ে পড়ে৷

যদিও শুরু থেকেই বিপি চেষ্টা করেছিল তেল ছড়িয়ে পড়া রুখতে৷ শেষ পর্যন্ত তিনমাস পর তারা সফল হয়৷ তবে এরই মধ্যে ছড়িয়ে পড়া তেলের কারণে মেক্সিকো উপসাগরের আশেপাশের এলাকার পরিবেশ দূষিত হয়ে ওঠে৷ বিশেষ করে মারাত্মক প্রভাব পড়ে মৎস সম্পদ ও জীববৈচিত্র্যের ওপর৷

Flash-Galerie Ölpest am Golf von Mexiko
ভাসমান তেল প্রাণিজগতের জন্য বড় হুমকিছবি: DW

ফলে ক্ষতিগ্রস্তরা বিপির কাছে ক্ষতিপূরণ দাবি করে৷ আর এগুলো মেটাতে প্রায় ২০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করে বিপি৷ এখন পর্যন্ত ১৭৭,০০০ মানুষকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৪ বিলিয়ন ডলার দেয়া হয়েছে৷ প্রক্রিয়াধীন রয়েছে প্রায় ৭৯,০০০ জনের দাবি৷ আর ৪৩,০০০ জনকে ক্ষতিপূরণের যোগ্যতা প্রমাণের জন্য আরও কাগজপত্র জমা দিতে বলা হয়েছে৷ এতে ক্ষিপ্ত হয়ে উঠেছেন অনেকে৷ কেউ কেউ এর সমালোচনাও করেছেন৷

তবে সবাই যে বিপি'র পুনর্বাসন প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বলছেন তা নয়৷ অনেকেই আছেন যারা দুর্ঘটনা পরবর্তী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে কাজ করেছেন৷ এবং এজন্য তারা মোটা অংকের অর্থও পেয়েছেন৷ কারণ এ কাজে বিপি প্রায় সাড়ে ১৩ বিলিয়ন অর্থ ব্যয় করেছে৷

এদিকে তেল দুর্ঘটনার পর বিপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনার ঝড় ওঠে৷ ফলে বিশ্বব্যাপী বিপির সুনাম ক্ষতগ্রস্ত হয়৷ কিন্তু দুর্ঘটনার সময় থেকে এখন বিপি আরও নিরাপদ কোম্পানি বলে দাবি করেছেন কোম্পানির চেয়ারম্যান কার্ল-হেনরিক ফানবেয়ার্গ৷ সুইডেনের একটি পত্রিকাকে তিনি বলেছেন, ঐ দুর্ঘটনা থেকে তারা অনেক কিছু শিখেছেন৷ এবং সেজন্য বর্তমানে কাজ করতে গিয়ে তারা আগের চেয়েও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছেন৷

এদিকে দুর্ঘটনার পর টনক নড়েছে মার্কিন সরকারেরও৷ প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মেক্সিকো উপসাগরের ক্ষতিগ্রস্ত এলাকা আগের অবস্থায় ফিরিয়ে আনতে যা করার দরকার সবই তিনি করবেন৷ আর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা তেলকূপ খননের নীতিমালা আরও কঠোর করার প্রস্তাব দেবেন৷

মন্ত্রণালয়ের ‘সাগর ব্যবস্থাপনা' বিভাগের প্রধান মাইকেল ব্রোনউইচ বলেছেন তাদের প্রস্তাবনার

প্রধান লক্ষ্য হবে বিপি'র মতো আরেকটি দুর্ঘটনা প্রতিহত করা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক