1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাস্থানগড়ে পুরাকীর্তির ক্ষতি বন্ধ করতে হাইকোর্টের নির্দেশ

১১ ফেব্রুয়ারি ২০১১

হাইকোর্টের নির্দেশের পর বগুড়ার মহাস্থানগড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ পুলিশ সুপার ডয়চে ভেলেকে জানিয়েছেন, সেখানকার পুরাকীর্তি নষ্ট করে মাজারের যেসব উন্নয়ন কাজ চলছিল তা বন্ধ করে দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/10FSb
পুরাকীর্তির ক্ষতি বন্ধে ২ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে (ফাইল ফটো)ছবি: DW/Harun Ur Rashid Swapan

মহাস্থানগড়ের প্রবেশ পথ পুন্ড্র নগরীর প্রবেশ দ্বারেই খনন কাজ করা হয়েছিল৷ মাজারের নামে চালানো হয় পুরাকীর্তির ধ্বংসযজ্ঞ৷ মাটির নীচের মূল্যবান পাথর, প্রাচীন ইঁট , টেরাকোটা , প্রাচীন মূর্তি ক্ষতিগ্রস্ত হয়৷ এসব প্রাচীন নিদর্শন সরিয়ে ফেলারও অভিযোগ ওঠে৷ হাইকোর্টের নজরে আনা হলে বৃহস্পতিবার আদালত এধরনের অপতৎপরতা বন্ধে পুলিশ ও ব়্যাব মোতায়েনের নির্দেশ দেয় জেলা প্রশাসন এবং পুলিশ সুপারকে৷ পুলিশ সুপার হুমায়ুন কবির ডয়চে ভেলেকে জানান, তারা সেখানে ২ প্লাটুন পুলিশ মোতায়েন করছেন৷ মাজার ও মসজিদের নামে সব ধরনের নির্মাণ এবং উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছেন৷ তিনি দাবি করেন, এসব নির্মাণ এবং কথিত উন্নয়ন কাজ চলছিল জেলা প্রশাসনের তত্ত্বাবধানে৷

জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম জানান, আদালতের নির্দেশের কথা তিনি শুনেছেন৷ মহাস্থানগড়ের যাতে কোন ক্ষতি না হয়, সেজন্য সব ব্যবস্থা নেয়া হচ্ছে৷ তিনি মাজার ও মসজিদ কমিটির পৃষ্ঠপোষক এ কথা স্বীকার করলেও পুন্ড্র নগরীর প্রবেশ দ্বারে খননের বিষয়ে কিছু জানতেন না বলে জানান৷

মহাস্থানগড়ের পুরাকীর্তি রক্ষায় সুশীল সমাজের নেতৃত্বদানকারীদের একজন হলেন বগুড়ার মানবাধিকার নেতা আনোয়ারুল ইসলাম সাচ্চু৷ তিনি জানান, একটি প্রভাবশালী মহল জেলা প্রশাসনের সহায়তায় মহাস্থানগড়ের পুরাকীর্তি এবং অনন্য নিদর্শন ধ্বংসের তৎপরতায় লিপ্ত ছিল৷ শেষ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে তা রক্ষা পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন