1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬৯ বছর বয়সে জার্মানি মাতালেন ম্যাকার্টনি

২ ডিসেম্বর ২০১১

‘বিটলস’ এর নাম জানেন না এমন সঙ্গীতপ্রেমী খুব কমই আছেন৷ বিশ্বখ্যাত এই ব্যান্ডেরই শিল্পী পল ম্যাকার্টনি৷ ৬৯ বছর বয়স তাঁর৷ এইতো কদিন আগে বিয়ে করেছেন তৃতীয়বারের মতো৷ এরপরই বেরিয়ে পড়েন বিশ্বভ্রমণে এবং অবশ্যই, সেটা গান নিয়ে৷

https://p.dw.com/p/13LJM
পল ম্যাকার্টনিছবি: www.malzkornfoto.de

‘অন দ্য রান' নামের এই ট্যুরের অংশ হিসেবে বৃহস্পতিবার তিনি এসেছিলেন বনের পার্শ্ববর্তী শহর কোলনে৷ এই নিয়ে গত ১০ বছরে তৃতীয়বারের মতো কোলনে কনসার্ট করলেন তিনি৷ কোলনের বিশাল অ্যারেনা ছিল কানায় কানায় ভরা৷ এই বয়সেও প্রায় ১৪ হাজার দর্শককে গানে গানে মাতিয়ে রাখেন ব্রিটিশ এই তারকা৷ একে একে গেয়ে শোনান ‘অল মাই লাভিং' আর ‘ইউ সে গুডবাই' এর মতো জনপ্রিয় সব নাম্বার৷

Deutschland Beatles-Platz in Hamburg eingeweiht
ছবি: AP

বিটলসের সঙ্গে ১০ বছর থাকার পর ১৯৭০ সালে ম্যাকার্টনি তাঁর প্রথম স্ত্রী লিন্ডা ইস্টম্যানকে নিয়ে ‘উইংস' নামের একটি গানের দল তৈরি করেছিলেন৷

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি'র মতে ম্যাকার্টনি হলেন ‘সহস্রাব্দের সবচেয়ে ভাল কম্পোজার'৷ কেননা ১৯৬৫ সালে তাঁর গাওয়া ‘ইয়েস্টারডে' গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, প্রায় দুই হাজার দুইশো শিল্পী পরবর্তীতে নিজেদের কন্ঠে গানটি গেয়েছিলেন - যেটা আর কোনো গানের ক্ষেত্রে হয়নি৷ কোলনে সেই চিরায়ত হয়ে ওঠা গানটিও গাইতে ভোলেননি তিনি৷

আর ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস' ম্যাকার্টনিকে জনপ্রিয় সঙ্গীত জগতের সবচেয়ে সফল কম্পোজার হিসেবে আখ্যায়িত করেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য