1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিলারি-প্রণব

৬ মে ২০১২

ঢাকায় হিলারি ক্লিন্টনের সঙ্গে বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস এবং ফজলে হাসান আবেদ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন৷ আর ভারতের অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আরো সুদৃঢ় হবে৷

https://p.dw.com/p/14qoD
Mrs Clinton, Prime Minister of Bangladesch Sheikh Hasina and Bangladeshi Foreign Minister Dr Dipu Moni are seen. in Dhaka, Bangladesh, Saturday, May 5, 2012. Zugestellt von A H M Abdul Hai
ছবি: Harun Ur Rashid Swapsan

হিলারি ক্লিন্টন তাদের সঙ্গে আলোচনায় বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে বলে তাঁর সরকারের আশা৷ অন্যদিকে প্রণব মুখার্জি বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বৃহত্তর উচ্চতা অর্জন করবে৷ আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকতেই পারে৷ তবে সে সমস্যার সমাধানও সম্ভব৷

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি সকালে ঢাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন৷ তিনি সেখানে বলেন, বাংলাদেশ ও ভারত সীমান্ত দিয়ে ভাগ হলেও দুই দেশের মানুষের রয়েছে সাংস্কৃতিক ঐক্য৷ রয়েছে ভালবাসার বন্ধন৷ আর এই বন্ধন আরো সুদৃঢ় হবে৷

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকতে পারে৷ কিন্তু সেই সমস্যা যে সমাধানও সম্ভব তা প্রমাণিত হয়েছে৷

From left; India's Finance Minister Pranab Mukherjee, Chinese Finance Minister Xie Xuren, and China's Central Bank Governor Zhou Xiaochuan, attend the BRIC (Brazil, Russia, India, and China) finance ministers news conference, Thursday, Sept. 22, 2011, during the IMF/ World Bank annual meetings in Washington. (AP Photo Manuel Balce Ceneta)
প্রণব মুখার্জিছবি: AP

এদিকে প্রণব মুখার্জি দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে যেসব চুক্তি করেছে তার সবই বাস্তবায়িত হবে৷ কিছু চুক্তি বাস্তবায়নে সময় লাগছে সত্য৷ কিন্তু এ নিয়ে তাঁর সরকারের আন্তরিকতার অভাব নেই৷ বিকেলে প্রণব মুখার্জি বাংলাদেশের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন৷

অন্যদিকে, ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন সকালে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠকে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য বিশেষ করে তৈরি পোষাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার চান৷ হিলারি বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন৷ যা সাংবাদিকদের জানান ড. মুহাম্মদ ইউনূস৷

তাদের সঙ্গে হিলারির বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলেচনা হয়৷ তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের আগামী নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে হয়৷

গ্রামীণ ব্যাংকের সর্বশেষ পরিস্থিতি নিয়েও ড. ইউনূসের সঙ্গে কথা বলেছেন হিলারি৷ তবে এ ব্যাপারে ড. ইউনূস বিস্তারিত কিছু জানাননি৷

এরপর হিলারি শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের প্রশংসা করে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে অভিহিত করেন৷

দুই দিনের সফর শেষে হিলারি ক্লিন্টন এবং প্রণব মুখার্জি ঢাকা ত্যাগ করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য