1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসিনা ও মমতার উদ্যোগেই তিস্তা জলবণ্টন চুক্তি হয়ে যাবে: অধ্যাপক অশ্বিনী রায়

৮ সেপ্টেম্বর ২০১১

সফরের আগে তিস্তা জলবণ্টন চুক্তি সম্পর্কে প্রত্যাশা জাগিয়েও ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে পৌঁছে তা পূরণ করতে পারলেন না৷ এর জন্য ভারতের অনেক অভ্যন্তরীণ জটিলতাকেই দায়ী করলেন অধ্যাপক অশ্বিনী কুমার রায়৷

https://p.dw.com/p/12UYH
ঢাকায় বেশ ভালো মুডেই ছিলেন মনমোহন সিংছবি: picture-alliance/dpa

নতুন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অশ্বিনী কুমার রায় মনে করেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে তিস্তা জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত না হলেও জটিলতা কাটিয়ে তুলে অদূর ভবিষ্যতে তা হয়ে যাবে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুসম্পর্ক রয়েছে, তার ফলে সহজেই সমাধানসূত্র উঠে আসবে৷ শেখ হাসিনার মতো রাজনীতি সচেতন মানুষ ভারতের অভ্যন্তরীণ সমস্যা সম্পর্কে যথেষ্ট সচেতন৷ ফলে খুব বেশি ভুল বোঝাবুঝির অবকাশ নেই৷

Manmohan Singh
ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি: dapd

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের ব্যক্তিগত অবস্থান হয়তো তিস্তা জলবণ্টন চুক্তির প্রাথমিক ব্যর্থতার জন্য দায়ী বলে মনে করেন অধ্যাপক রায়৷ মমতার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি আগেই শুরু হয়ে গিয়েছিল৷ তাছাড়া ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভাও এক্ষেত্রে যথেষ্ট পরিপক্কতার পরিচয় দেয় নি৷ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার আগেই এত বড় সফরের আয়োজন করা ঠিক হয় নি৷ শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, ভারতের মন্ত্রিসভা বেশ কিছু ক্ষেত্রেই রাজনৈতিক চেতনার অভাবের পরিচয় দিয়ে চলেছে৷ অধ্যাপক রায় মনে করেন, শেষ পর্যন্ত শেখ হাসিনা ও মমতার উদ্যোগেই তিস্তা জলবণ্টন চুক্তি হয়ে যাবে, যার বাহবা কুড়াবে ভারতের কেন্দ্রীয় সরকার৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান