1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউড

১১ নভেম্বর ২০১২

চলচ্চিত্র ও অভিনয় শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি লাভ করলেন অস্কার বিজয়ী হলিউড তারকা কেটি ব্ল্যানচেট৷

https://p.dw.com/p/16gn2
ছবি: Getty Images

শনিবার বিশ্ববিদ্যালয়ের গ্রেট হলে তিনি এই ডক্টরেট সনদ গ্রহণ করেন৷

এই সম্মানজনক ডিগ্রি অর্জনে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করতে গিয়ে ৪৩ বছর বয়সি ব্ল্যানচেট বলেন, ‘‘এটা আমার জন্য একটি বিশাল পাওয়া৷ কারণ আমি মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক শেষ না করেই ন্যাশনাল ইন্সটিটিউট অফ ড্রামাটিক আর্ট - নিডা'য় চলে গিয়েছিলাম৷''

সিডনি বিশ্ববিদ্যালয় ব্ল্যানচেট'কে এই ডিগ্রি প্রদানের যথার্থতা সম্পর্কে লিখেছে, ‘‘অভিনেত্রী হিসেবে, সিডনি থিয়েটার প্রতিষ্ঠানের শিল্প নির্দেশক হিসেবে এবং শিক্ষাক্ষেত্রে শিল্পের গুরুত্ব প্রচারে বিশেষ অবদানের জন্য তাঁর প্রতি এই সম্মানজনক উপহার৷''

২০০৮ সাল থেকে সিডনি থিয়েটার প্রতিষ্ঠানের প্রভূত উন্নয়নের জন্য ব্ল্যানচেট এবং তাঁর নাট্যকার স্বামী অ্যান্ড্রু আপটনের ভূয়সী প্রশংসা করে সিডনি বিশ্ববিদ্যালয়৷ তবে ব্ল্যানচেট এবং আপটন গত জানুয়ারি মাসেই জানিয়ে দিয়েছেন যে, তাঁরা আগামী বছর যথাক্রমে প্রতিষ্ঠানটির শিল্প নির্দেশক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়াবেন৷ কারণ হিসেবে ব্ল্যানচেটের বিভিন্ন দেশে ছবি তৈরির প্রতিশ্রুতি এবং তাঁদের তিন সন্তানের দেখাশোনার বিষয় উল্লেখ করেন এই তারকা জুটি৷

উল্লেখ্য, সংগীত ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সিডনি বিশ্ববিদ্যালয় আরো একজন জনপ্রিয় দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী এবং গিটার বাদক জিওফ্রে গুরুমুল ইয়ুনুপিঙ্গু'কে এই ডিগ্রি প্রদান করে৷

এএইচ / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য