1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালের পর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

১৩ জুন ২০১১

প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর টানা ৩৬ ঘন্টার হরতাল শেষ হয়েছে৷ শেষ ১২ ঘন্টায়ও ধরপাকড় এবং বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে৷ গ্রেফতার করা হয়েছে একজন সংসদ সদস্যসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকে৷

https://p.dw.com/p/11ZRa
Sahara Khatun
মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনছবি: Samir Kumar Dey

বরাবরের মত হরতালের শেষ দিন, অর্থাৎ আজও, বিএনপি'র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ছিল অবরুদ্ধ৷ পুলিশ কোনো নেতা কর্মীকে ভিতরে ঢুকতে দেয়নি৷ বরং এখান থেকেই গ্রেফতার করা হয় বিএনপি'র সংসদ সদস্য হারুন অর রশীদ এবং সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমসহ কয়েকজন নেতাকে৷ সেখানে উপস্থিত বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক এই গ্রেফতারের প্রতিবাদ জানান৷ তিনি অভিযোগ করেন যে, স্পিকারের অনুমতি না নিয়েই সংসদ সদস্যকে আটক করা হয়েছে৷

Bangladesh, policewomen, Protest
মিরপুরে পিকেটাররা বেশ কিছু গাড়ি ভাংচুর করেছে : পুলিশছবি: AP

পুলিশের সঙ্গে পিকেটারদের মিরপুর, নয়াপল্টন এবং পুরান ঢাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে৷ এছাড়া, মিরপুরে পিকেটাররা বেশ কিছু গাড়ি ভাংচুর করে বলেও জানিয়েছে পুলিশ৷

বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আজও হরতালের সময় মোইল কোর্টের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে তাদের নেতা-কর্মীদের আটক এবং শাস্তি দেয়া হয়েছে৷

এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের বলেছেন, হরতালে আইনগতভাবেই মোবাইল কোর্ট নামানো হয়েছে৷ মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের৷ আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আবারো বিরোধী দলকে সংসদে গিয়ে তাদের দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানান৷

opposition Bangladesh Nationalist Party
পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছেছবি: AP

৩৬ ঘন্টা হরতালের শেষ দিন আজ ছিল গতকালের চেয়ে ঢিলে ঢালা৷ বিকেল ৩টার পর রাজধানীর অনেক সড়কেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে৷ হরতাল শেষে সন্ধ্যায়, বিএনপি এক প্রেস ব্রিফিংয়ে আগামি দু'দিন ঢাকাসহ সারদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে৷ হরতালে নেতা-কর্মীদের গ্রেফতার এবং মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেয়ার প্রতিবাদে এই কর্মসূচি দেয়া হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ