1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালে ভ্রাম্যমান আদালতই সংবাদে প্রধান

১৩ জুন ২০১১

হরতাল চলছে৷ তারই মধ্যে খবরের শিরোনামে ভ্রাম্যমাণ আদালত৷ এই আদালত নিয়ে অভিযোগ এবং বিস্ময় দুইই রয়েছে৷ সাহারা খাতুন বলেছেন, বিরোধী দলে গেলে তাঁদের দল হরতাল ডাকবে না৷

https://p.dw.com/p/11ZC0
হরতাল চলছে, সংঘর্ষও অব্যাহত রাজপথেছবি: AP

প্রধান শিরোনাম হরতাল আর ভ্রাম্যমাণ আদালত

প্রধান খবর অবশ্যই ভ্রাম্যমাণ আদালত৷ অবশ্য সংঘর্ষ ধরপাকড়ের মধ্যেই হরতাল চলেছে দেশজুড়ে৷ কোথাও বেশ সফল, কোথাও আবার কিছুটা ঢিলেঢালা৷ এবার গ্রেপ্তারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে অর্ধশতাধিক ব্যক্তিকে৷ বড় ধরনের গোলযোগ না হলেও গ্রেপ্তার হয়েছেন সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদ৷ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামী রোববার সকাল থেকে ৩৬ ঘণ্টার এই হরতালের ডাক দেয়৷

হরতালের প্রভাব কোথায় কেমন

হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল ছিলো স্বাভাবিক৷ অফিস-আদালতে কার্যক্রম চললেও উপস্থিতি ছিলো তুলনামূলক কম৷ সচল ছিলো ঢাকার পুঁজিবাজার৷ যদিও কেনাবেচা তেমন না হওয়ায় সূচক পড়েছে অনেকটাই এদিন৷ চট্টগ্রাম বন্দরসহ দেশের স্থল বন্দরগুলোতে পণ্য খালাস হলেও ট্রাক না চলায় তার অধিকাংশই বন্দর থেকে বের হয়নি৷ হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগীর সংখ্যা ছিলো কম৷ হরতালের আগের দিন ঢাকায় নয়টি গাড়িতে আগুন দেওয়া হয়৷ রোববার সকালে মিরপুর এলাকায় আগুন দেওয়া হয় দুটি বাসে৷

সংসদে এসে দায়িত্ব পালনের আহ্বান সরকারের

হরতাল বাদ দিয়ে সংসদে এসে বিরোধী দলের দায়িত্ব পালনের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা৷ রোববার জাতীয় সংসদে ২০১০-২০১১ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এ কথা বলেন৷ সংসদে এসে বাজেট আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধী দলের কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত৷ তিনি বলেন, আগামী অর্থ বছরের বাজেট উপস্থাপন হয়েছে৷ বিরোধী দল এসে কোথায় আলোচনায় অংশ নেবে, তা না করে রাস্তায় নেমেছে হরতাল করতে৷ এর জন্য জনগণ তাদের ভোট দেয়নি৷ বিরোধী দলের ভূমিকা পালন করছে না তারা৷

সাহারা খাতুনের প্রতিশ্রুতি

আওয়ামী লীগ বিরোধী দলে গেলেও হরতাল ডাকবে না বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন৷ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বা এডিপি-র আওতাভুক্ত প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন৷ বিরোধী দলের ডাকা হরতালের সমালোচনা করে সাহারা খাতুন বলেন, ‘ভবিষ্যতে বিরোধী দলে গেলেও আওয়ামী লীগ বিশৃঙ্খলা-ভাঙচুর করবে না৷ হরতাল ডাকবে না৷ আওয়ামী লীগ অতীতে কোনো বিশৃঙ্খলা করেনি, ভবিষ্যতেও করবে না৷

সংকলন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই