1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডন ম্যাকলিন

৪ অক্টোবর ২০১২

বিংশ শতাব্দির সংগীত জগতে এক অতি পরিচিত নাম ডন ম্যাকলিন৷ কয়েক দশক ধরে সারা বিশ্বের সংগীতানুরাগীদের উপহার দিয়ে আসছেন তাঁরই রচিত অসাধারণ সব গান৷ ২রা অক্টোবর ছিল এই সংগীত শিল্পীর ৬৭তম জন্মবার্ষিকী৷

https://p.dw.com/p/16JRn
ছবি: Getty Images

১৯৬৯ সালে প্রথম অ্যালবাম ‘ট্যাপেস্ট্রি'-র মধ্য দিয়ে আন্তর্জাতিক সংগীতের অঙ্গনে, গীতিকার, সুরকার, গিটার বাদক ও গায়ক ডন ম্যাকলিনের সফল আত্মপ্রকাশ৷ অ্যামেরিকার হিট গানের তালিকায় প্রথম দিকে স্থান অধিকার করে এই অ্যালবামটি৷

১৯৭১ সালে তাঁর পরবর্তী অ্যালবাম ‘অ্যামেরিকান পাই' ডন ম্যাকলিনকে এনে দেয় বিশ্ব খ্যাতি৷ এই অ্যালবামের বেশ ক'টি গান বিশ্বের বহু দেশে একাধিক সপ্তাহ যাবৎ হিট গানের তালিকায় প্রথম স্থান অধিকার করে থাকে৷ এর ঠিক ৩০ বছর পর, অর্থাৎ ২০০১ সালে, ‘রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ অ্যামেরিকা' এবং ‘দ্য ন্যাশনাল এন্ডোমেন্ট ফর দ্য আর্টস'-এর উদ্যোগে সংকলিত ‘শতাব্দির সংগীত'-এর ৩৬৫টি গানের প্রথম পাঁচটির একটি হিসেবে ‘অ্যামেরিকান পাই' নির্বাচিত হয়৷

ডন ম্যাকলিনের জন্ম ১৯৪৫ সালে নিউ ইয়র্ক শহরে৷ তরুণ বয়স থেকে লোকসংগীতের প্রতি তাঁর ছিল আগ্রহ এবং পিট সিগার্সের সংগীত গোষ্ঠী ‘দ্য ওয়েভার্স'-এর গভীর অনুরাগী ছিলেন তিনি৷ ১৬ বছর বয়সে তিনি কেনেন তাঁর প্রথম গিটার৷ ৬৩ সালে স্নাতক লাভ করার পর, বিখ্যাত লোকসংগীত প্রতিনিধি হ্যারোল্ড লেভেনথালের সঙ্গে শুরু করেন সংগীত জীবন৷ আর সেই সাথে শুরু হয় তাঁর সংগীত রচনা৷ সমাজ সম্পৃক্ত, স্বতন্ত্র এক চিন্তা ও অনুভূতির প্রতিফলন ঘটেছে তাঁর সংগীতে৷ উনবিংশ শতাব্দির বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ফান গখকে উদ্দেশ্য করে তাঁর ব্যালাড আঙ্গিকের ‘ভিনসেন্ট' আরো একটি উল্লেখযোগ্য গান৷

ডন ম্যাকলিনের অসংখ্য অ্যালবাম বেরিয়েছে বাজারে৷ আজও ইউরোপ ও অ্যামেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট পরিবেশন করে বেড়চ্ছেন তিনি৷ ২০০২ সালে ‘গ্র্যামি হল অফ ফেম' এবং ২০০৪ সালে ‘সং রাইটার্স হল অফ ফেম'-এ অভিষিক্ত হওয়া ছাড়াও আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন ডন ম্যাকলিন৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য