1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পোর্ট এখন বিগ বিজনেস, ডোপিংও

১ এপ্রিল ২০১৩

গ্লোবাল স্পোর্ট এখন চোখধাঁধাঁনো ‘গণ মনোরঞ্জনে’ পরিণত হয়েছে, নামি-দামি ক্রীড়াবিদরা কোটির অঙ্কে ইনাম পান৷ এই মাল্টি বিলিয়ন ডলার ইনডাস্ট্রির অন্ধকার দিকটার নাম হল ডোপিং৷

https://p.dw.com/p/187Dw
ছবি: picture-alliance/dpa

খেলাধুলার বিভিন্ন বিভাগে দক্ষতা, তীব্রতা ও শারীরিক ক্ষমতা যে বেড়েছে, তা কেউ অস্বীকার করতে পারবে না৷ স্পোর্ট আজ ‘মাস এন্টারটেইনমেন্ট'-এর অঙ্গ৷ ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের উন্মাদনার কথা যাদের মনে আছে, তারা বুঝতে পারবেন কথাটা৷

কিন্তু ২০১৩ সালের গোড়া থেকেই অন্য এক ধরনের কাহিনি যেন কালো মেঘের মতো ক্রমেই বড় হচ্ছে, আরো ছড়াচ্ছে৷ গত জানুয়ারিতে মার্কিন সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং স্বীকার করেন যে, তিনি তাঁর সাতটি ট্যুর দ্য ফ্রঁস জয়ের প্রতিটির আগে ডোপিং করেছেন৷

এর পর পরই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ গোয়েন্দা বিভাগ খেলাধুলায় ডোপিং-এর সঙ্গে কালো টাকা সাদা করা এবং ম্যাচ ফিক্সিং-এর যোগসূত্র ফাঁস করে দেয় – প্রায় এক বছর ব্যাপী তদন্তের পর৷

সবচেয়ে বড় কথা, স্পেনের এক ডাক্তার অয়ফেমিয়ানো ফুয়েন্তেস বিভিন্ন দেশের সাইক্লিস্টদের নিয়ে একটি ডোপিং রিং চালানো সংক্রান্ত মামলায় তাঁর জবানবন্দিতে বলেন, তাঁর নাকি ফুটবল, টেনিস, অ্যাথলেটিক্স এবং বক্সিং-এর মতো স্পোর্টেও ‘মক্কেল' ছিল৷

Lance Armstrong
মার্কিন সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং স্বীকার করেন, সাতটি ট্যুর দ্য ফ্রঁস জয়ের প্রতিটির আগে ডোপিং করেছেনছবি: Reuters

আর যে যোগসূত্রটি বাকি ছিল, সেটির হদিশ দেন বিশ্ব ডোপিং প্রতিরেধী সংস্থা ওয়াডা-র মহাপরিচালক ডেভিড হাওম্যান, যখন তিনি বলেন: ‘‘যারা স্টেরয়েডস নিয়ে চোরা ব্যবসা করে এবং অ্যাথলিটদের ডোপিং-এর মাধ্যমে জোচ্চুরি করতে উৎসাহ দেয়, তারাই আবার খেলাধুলা নিয়ে বেআইনি ফাটকায় (অর্থাৎ বেআইনি বাজি ধরায়) সংশ্লিষ্ট৷''

গত ফেব্রুয়ারিতে লন্ডনে ওয়াডা-র সিম্পোসিয়ামে হাওম্যান বলেছেন, আন্তর্জাতিক খেলাধুলার অন্তত ২৫ শতাংশ অপরাধীচক্রের নিয়ন্ত্রণে৷ নানা ধরনের ওষুধপত্র নাকি বাজারে আসার আগেই কালোবাজারের মাধ্যমে এদের হাতে পৌঁছে যায়৷ এবং তাদের কাছ থেকে অ্যাথলিটদের কাছে৷

আবার ওয়াডা-র তরফ থেকে লন্ডনে এ-ও শোনা গেছে যে, খেলাধুলায় ড্রাগস-এর সমস্যা আসলে গোটা সমাজের সমস্যার একটা প্রতিফলন৷ সকলেই তো যেভাবে পারে, ছলে-বলে-কৌশলে তাদের অর্জন বাড়ানোর চেষ্টা করছে, তাদের মূল্য বাড়ানোর চেষ্টা করছে৷ তাহলে অ্যাথলিটরাই বা তা করবে না কেন?

সমাজের অবস্থাও তো তাই, বলেছেন ওয়াডা-র শিক্ষা ও কর্মসূচি বিকাশের পরিচালক রব কোয়েলার৷ জনগণের এক শতাংশ বিত্তশালী; মধ্যবিত্ত শ্রেণিটা ক্রমেই ছোট হয়ে আসছে; তলার দিকের মানুষদের সংখ্যা বাড়ছে৷ খেলাধুলাতেও: ‘‘টপ অ্যাথলিটরা কোটি কোটি টাকা রোজগার করছে, কিছু অ্যাথলিট কাজ চালানোর মতো রোজগার করে, অধিকাংশই কোনোক্রমে দিন গুজরান করে৷''

সবচেয়ে চিন্তার কথা, ভাইরাসের মিউটেশনের মতো, খেলাধুলায় ডোপিং-এর সম্ভাব্য ক্ষেত্রও বাড়ছে৷ আজ আর তা শুধু ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ভারোত্তোলন কি সাইক্লিং-এ সীমাবদ্ধ নয়৷ সেখান থেকে ছড়াচ্ছে তথাকথিত ‘বল স্পোর্ট'-গুলোতেও, যেমন বেসবল৷ এবং বেসবল তো অনেকটা ক্রিকেটের মতো, নয় কি? এমনকি টেনিস, গল্ফ এবং ফুটবলেও ‘দেয়ালে ও কার ছায়া?' দেখছেন – যারা দুঃস্বপ্ন দেখতে ভালোবাসেন, তারা৷

তবে কি ভবিষ্যতে ক্রীড়াবিদদের সত্যিই ‘ব্লাড পাসপোর্ট' রাখতে হবে?

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য