1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ট্যাটাস আপডেট করলেন জাকারবার্গ

২০ মে ২০১২

ফেসবুক পেইজে নিজের স্ট্যাটাস আপডেট করলেন মার্ক জাকারবার্গ৷ এখন থেকে তিনি ম্যারেড বা বিবাহিত৷ আগাম ঘোষণা ছাড়াই জাকারবার্গ আর তার মেয়েবন্ধু চান হাজির হলেন বিয়ের সাজে৷

https://p.dw.com/p/14yzX
ছবি: AP

এইতো সোমবার নিজের ২৮তম জন্মদিন পালন করলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা৷ একইদিন মেয়েবন্ধু প্রিসিলা চ্যানও শেষ করলেন মেডিকেল স্কুলের পড়াশোনা৷ স্যান ফ্র্যান্সিসকো স্কুল অব মেডিসিন থেকে শিশুরোগ নিয়ে স্নাতক পাশ করলেন ২৭ বছর বয়সী প্রিসিলা চ্যান৷ শনিবার প্রায় শতাধিক বন্ধুবান্ধব ও পরিচিতজনদের দাওয়াত করেছিলেন জাকারবার্গ৷ ক্যালিফোর্নিয়ার পাওলো আলটোর বাড়িতে সবাই এসেছিলেন চ্যানের গ্র্যাজুয়েশন উদযাপনের জন্য৷ পাশাপাশি মার্ক জাকারবার্গকে শুভেচ্ছাও জানাতে৷ কারণ মাত্র একদিন আগে শুক্রবার ফেসবুক ওয়ালস্ট্রিটে নাম লিখিয়ে ইতিহাস তৈরি করেছে৷ আমন্ত্রিত অতিথিদের মধ্যে আলাপচারিতার বেশিরভাগই ছিলো সেটি নিয়ে৷ এই অবস্থাতেই তাদের সামনে জাহির হন জাকারবার্গ আর চ্যান৷

Symbolbild Facebook Börsengang im Mai 2012 Mark Zuckerberg
ছবি: dapd

তাদের দেখে বেশ চমকে যান উপস্থিত সকলেই৷ কারণ জাকারবার্গের পরণে ডার্ক ব্লু স্যুট টাই আর চ্যানের গায়ে জড়িয়ে আছে বিয়ের সাদা পোশাক৷ হাসিমুখেই জাকারবার্গ তাঁর নববধুকে পরিচয় করিয়ে দেন৷ দীর্ঘ নয় বছরেরও বেশি সময়ের মেয়েবন্ধু চ্যান এখন থেকে তাঁর স্ত্রী৷ এরপরই দুজনের ফেসবুকের স্ট্যাটাস আপডেটেট টু ম্যারেড৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এপি)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য