1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রশ্নের মুখে জার্মান কোচের কৌশল

২৯ জুন ২০১২

আবারও ইটালিয়ানদের কাছে হার৷ আবারও সেমিফাইনাল থেকে বিদায়৷ ২০০৬ সালে নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমি থেকে এই ইটালিয়ানদের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল জার্মানদের৷

https://p.dw.com/p/15O3S
ছবি: Reuters

এবারও সেটাই হলো৷ কিন্তু এবার আর নিজেদের মাঠে নয়, প্রতিবেশী দেশ পোল্যান্ডের মাঠে৷ তাই বৃহস্পতিবার রাতটা রাস্তায় রাস্তায় হৈ হুল্লোড় করে নয়, জার্মান সমর্থকদের কেটেছে বিষন্ন চিত্তে, নিজেদের ঘরে৷

আর ওদিকে জার্মান খেলোয়াড়দের সোমবার ট্রফি হাতে বা রানার আপ হয়ে বীরের বেশে দেশে ফেরা হচ্ছে না৷ বরং আজই দিনের শেষে মলিন মুখে দেশে ফিরবে তাঁরা৷

এরই মধ্যে হারের কারণ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে৷ ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই কোচ ইওয়াখিম ল্যোভ'এর দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন৷ বিভিন্ন গণমাধ্যমেও তাঁর কৌশল নিয়ে সমালোচনা করা হয়েছে৷

যেমন কিকার স্পোর্টস ম্যাগাজিন বলছে, ‘‘কোচ দলে যেমন পরিবর্তন এনেছিলেন, তেমনি কৌশলেও৷ কিন্তু সফল হতে পারেন নি৷''

‘স্যুডডয়চে সাইটুং' পত্রিকা কোচ ল্যোভ'এর খেলোয়াড়দের ‘মোটিভেট' করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে৷ কেননা ২০০৮ সালের ইউরো'তে স্পেনের কাছে ফাইনালে হারের পর, ২০১০'এর বিশ্বকাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছিল জার্মানদের৷ আর ২০০৬ সালের সেমিফাইনালে হারের সময় ল্যোভ ছিলেন সহকারী কোচ৷

UEFA EURO 2012 Halbfinale Deutschland vs Italien
জার্মানদের হতাশাছবি: Reuters

‘‘ল্যোভ একজন ফুটবল বিশেষজ্ঞ, সেটা ঠিক আছে৷ কিন্তু তিনি কী শিরোপা এনে দেয়ার মতো যথেষ্ট দক্ষ?'' - এই প্রশ্ন তুলেছে পত্রিকাটি৷

অবশ্য ল্যোভ'এর দল বা খেলার কৌশল পরিবর্তনকে হারের একমাত্র কারণ বলে মনে করেন না কিংবদন্তি খেলোয়াড় ফ্রানৎস বেকেনবাওয়ার৷ জনপ্রিয় ‘বিল্ড' পত্রিকায় লেখা তাঁর কলামে বেকেনবাওয়ার বলেন, ‘‘এটা সেমিফাইনাল৷ এখানে যে কোনো কিছুই হতে পারে৷'' তিনি বলেন, জার্মানি যে সেমিফাইনালে উঠেছে সেটাই বা কম কিসের? কেননা ইংল্যান্ড, ফ্রান্স বা হল্যান্ডের মতো বড় বড় দলগুলো তো সেখানে যেতেই পারেনি৷

বেকেনবাওয়ার বলেন, খেলার প্রথমার্ধে জার্মানি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি৷ এসময় প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টির পরিবর্তে উল্টো মাঝ মাঠে ইটালিকে রাজত্ব করতে দিয়েছে জার্মানি৷ অথচ এই মাঝ মাঠেই একজন অতিরিক্ত খেলোয়াড়কে নামিয়েছিলেন কোচ ল্যোভ৷

রক্ষণভাগের ভুলের কারণেই গোল দুটো হজম করতে হয়েছে বলে মনে করেন খেলোয়াড় ও কোচ হিসেবে জার্মানিকে বিশ্বকাপ এনে দেওয়া বেকেনবাওয়ার৷

জেডএইচ / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য