1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনাপ্রধানের বয়স বিতর্ক সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ

২০ জানুয়ারি ২০১২

ভারতের সেনাপ্রধানের বয়স বিতর্ক সংক্রান্ত জনস্বার্থ মামলা আজ খারিজ কোরে দিলো সুপ্রিম কোর্ট৷ রায়ে বলা হয়,এই ধরণের আবেদন গ্রহণযোগ্য নয়, কারণ এটা সার্ভিসের বিষয়৷

https://p.dw.com/p/13nHb
ভারতের সেনাপ্রধান জেনারেল ভি কে সিংছবি: UNI

সেনাপ্রধান জেনারেল ভি.কে সিং-এর দাবিমত তাঁর জন্মতারিখ ১০ই মে, ১৯৫১ সাল মেনে নেবার জন্য সরকারকে নির্দেশ দিতে গ্রেনেডিয়ার অ্যাসোশিয়েশন নামে বাহিনীমুক্তদের এক সংগঠন সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা করেছিল আজ তা খারিজ কোরে দিয়ে শীর্ষ আদালত বলেছে যে, এটা সম্পূর্ণ সেনাবাহিনীর সার্ভিস বিষয়ক৷ ব্যক্তিবিশেষের জন্মতারিখ স্থির করতে আমরা বসিনি৷ আমাদের বিচার্য ইস্যু সীমিত৷

অসন্তোষ ব্যক্ত কোরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এইচ কাপাডিয়া বলেছেন , যেহেতু এই জনস্বার্থ আবেদন প্রকৃত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয়, তাই আবেদন গ্রহণযোগ্য নয়৷ শুধু তাই নয়, এই আবেদনের সঙ্গে সংযোজিত চারজন প্রাক্তন প্রধান বিচারপতির অভিমতও গ্রহণযোগ্য নয়৷

মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী এ.কে অ্যান্টনি৷ সংবাদমাধ্যমকে বলেন, এই বিতর্কের জন্য আমি দু:খিত ও মর্মাহত৷ এবিষয়ে সর্বাধিক সংযম দেখিয়েছে সরকার৷ সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করার অধিকার আছে শুধু বিভিন্ন সাংবিধনিক ফোরামের৷ বিষয়টি যেহেতু শীর্ষ আদালতের বিচারাধীন আছে, তাই রায় জানার জন্য অপেক্ষা করতে হবে৷

আদালতের রায় সম্পর্কে গ্রেনেডিয়ার সংগঠনের আইনজীবী ভীম সিং মনে করেন, এর প্রতিক্রিয়া গুরুতর হতে পারে৷ লড়াই-এ আমরা হেরেছি বটে, তবে যুদ্ধে নয়৷ সুপ্রিম কোর্ট আমাদের বক্তব্যটা পর্যন্ত শোনেননি৷ সরকার পক্ষের আইনজীবী অবশ্য কোনো মন্তব্য করেনি৷

শীর্ষ আদালতের রায়ের পর জেনারেল সিংকে যদি অপসারণ করা হয় বা তিনি যদি স্বেচ্ছায় ইস্তফা দেন, সেক্ষেত্রে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন তাই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চলেছে তৎপরতা৷ সরকারের হিসেব মত জন্মতারিখ বহাল থাকলে এবছরের ৩১শে মে'র পর সেনাপ্রধান হবেন ইস্টার্ণ কমান্ডের প্রধান জেনারেল বিক্রম সিং, আর তার আগে যদি বর্তমান সেনাপ্রধান চলে যান সেক্ষেত্রে হবেন ওয়েস্টার্ণ কমান্ডের প্রধান জেনারেল শঙ্কর ঘোষ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়,নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক